Ajker Patrika

পাঁচ মাসের ব্যবধানে লারমা স্কয়ারে ফের আগুন

খাগড়াছড়ি প্রতিনিধি 
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে আগুনে পুড়ে গেছে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে আগুনে পুড়ে গেছে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

পাঁচ মাসের ব্যবধানে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে ফের আগুনে পুড়েছে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে লারমা স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আগুনে মুদি, কাপড়, ফার্মেসি, টেলিকমসহ ১০টি বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ আগুনে পুড়ে যায় বাজারের অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো বাজারটি অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে আগুনে পুড়ে গেছে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে আগুনে পুড়ে গেছে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ ও সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০টির বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫-৩০ লাখ টাকার মতো ক্ষতি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত