মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের তালতলী এলাকার ধর্ষণের শিকার এক মানসিক প্রতিবন্ধী নারী মৃত সন্তান প্রসব করেছেন। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় মামলা করেছেন ওই নারীর বাবা। ময়নাতদন্তের আগে বিবাদীরা লাশ চুরি করে নিয়ে যেতে পারে এই আশঙ্কায় পাহারা দিচ্ছে পুলিশ।
ধর্ষণের ঘটনায় গতকাল শুক্রবার মামলা হলে রাধানগর ইউনিয়ন পরিষদের সচিব ও এক নারীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আজ শনিবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মেঘনা থানা পরিদর্শক মুহাম্মদ বিল্লাল হোসেন।
এজাহার সূত্রে জানা যায়, গত বছর ৬ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের সচিব আষিশ কুমার আচার্য্য (৪০) ও তালতলী এলাকার ঝরিনা বেগমের (৪২) সহায়তায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে ইউনিয়ন পরিষদের কক্ষে কয়েক দফা ধর্ষণ করা হয়। গত ৫ ফেব্রুয়ারি ওই নারীর পেটে ব্যথা হলে মেয়েকে জিজ্ঞেসের পর তাঁর বাবা সব ঘটনা জানতে পারেন। ওই নারীকে ঢাকার একটি হাসপাতালে নিলে আনুমানিক ৬ মাসের একটি মৃত ছেলে সন্তানের জন্ম হয়। পরে ওই শিশুকে কবর দেওয়া হয়।
এ ঘটনায় ওই নারীর বাবা গতকাল বাদী হয়ে মেঘনা থানায় ওই দুজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। পরে গতকালই তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
পরিদর্শক বলেন, আগামীকাল রোববার বাচ্চার ময়নাতদন্তের স্বার্থে মরদেহ উত্তোলনের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হবে। তবে ময়নাতদন্তের পূর্বে বিবাদীপক্ষের লোকজন কবর থেকে বাচ্চাটি চুরি করতে পারেন। সেই আশঙ্কা পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের তালতলী এলাকার ধর্ষণের শিকার এক মানসিক প্রতিবন্ধী নারী মৃত সন্তান প্রসব করেছেন। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় মামলা করেছেন ওই নারীর বাবা। ময়নাতদন্তের আগে বিবাদীরা লাশ চুরি করে নিয়ে যেতে পারে এই আশঙ্কায় পাহারা দিচ্ছে পুলিশ।
ধর্ষণের ঘটনায় গতকাল শুক্রবার মামলা হলে রাধানগর ইউনিয়ন পরিষদের সচিব ও এক নারীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আজ শনিবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মেঘনা থানা পরিদর্শক মুহাম্মদ বিল্লাল হোসেন।
এজাহার সূত্রে জানা যায়, গত বছর ৬ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের সচিব আষিশ কুমার আচার্য্য (৪০) ও তালতলী এলাকার ঝরিনা বেগমের (৪২) সহায়তায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে ইউনিয়ন পরিষদের কক্ষে কয়েক দফা ধর্ষণ করা হয়। গত ৫ ফেব্রুয়ারি ওই নারীর পেটে ব্যথা হলে মেয়েকে জিজ্ঞেসের পর তাঁর বাবা সব ঘটনা জানতে পারেন। ওই নারীকে ঢাকার একটি হাসপাতালে নিলে আনুমানিক ৬ মাসের একটি মৃত ছেলে সন্তানের জন্ম হয়। পরে ওই শিশুকে কবর দেওয়া হয়।
এ ঘটনায় ওই নারীর বাবা গতকাল বাদী হয়ে মেঘনা থানায় ওই দুজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। পরে গতকালই তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
পরিদর্শক বলেন, আগামীকাল রোববার বাচ্চার ময়নাতদন্তের স্বার্থে মরদেহ উত্তোলনের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হবে। তবে ময়নাতদন্তের পূর্বে বিবাদীপক্ষের লোকজন কবর থেকে বাচ্চাটি চুরি করতে পারেন। সেই আশঙ্কা পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বল্লা নারিকেলতলা মোড় থেকে সেগুনবাগান হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত এক কিলোমিটার সড়কটি নির্মাণ করে। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছিল এক কোটি ৪ লাখ ১০ হাজার ৩৫৯ টাকা। গত ৩০ মে রাস্তার কাজ শেষ হয়।
১ সেকেন্ড আগেসব পাসপোর্টেই গত ২৪ জুন সার্বিয়ার ভিসা লাগানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে এসব পাসপোর্ট ব্যবহার করা হচ্ছিল।
৪ মিনিট আগেদেয়ালজুড়ে রয়েছে স্যাঁতসেঁতে কালো দাগ, ছাদের একাধিক জায়গা থেকে চুইয়ে পড়ছে পানি। জানালা-দরজা ভাঙাচোরা, অনেক জায়গায় কাঠ নষ্ট হয়ে গেছে। ভবনের ভেতরে গিয়ে দেখা যায়, বসার চেয়ারগুলো ভাঙা, মেঝে ফাটল ধরা এবং কোনো ধরনের আলো বা বিদ্যুৎ সংযোগ কার্যকর নেই।
২১ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘অতিবৃষ্টিতে ক্ষতি কমাতে ১৫টি রেগুলেটর স্থাপনের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। হাইমচরের এই দুটি ব্রিজ ওই প্রকল্পে নেই। তবে নতুন প্রকল্পে যুক্ত করার চেষ্টা করা হবে।’
৪১ মিনিট আগে