ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে জিংলাতলী পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় ৮টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ভোর ৫টা থেকে এসব দুর্ঘটনা ঘটে। এতে উপজেলার শহীদনগর থেকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে স্টার লাইন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন আহত হন। এর আধা কিলোমিটার দূরে একটি স্লিপার কোচ যানজটের কারণে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা পিকআপকে ধাক্কা দেয়। এতে কুমিল্লাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে ঢাকামুখী সড়কের জিংলাতলীর কাছে একটি মাইক্রোবাস ও প্রাইভেট কার এবং লেগুনাসহ চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে সাতজন আহত হন। অন্যদিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা প্রাইভেট কারকে ধাক্কা দিলে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে দাউদকান্দির শহীদনগর থেকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার বলেন, ঘন কুয়াশার কারণে ৩ কিলোমিটারের মধ্যে ৮টি দুর্ঘটনা ঘটে এই যানজটের সৃষ্টি হয়। পরে ৩টি রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে জিংলাতলী পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় ৮টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ভোর ৫টা থেকে এসব দুর্ঘটনা ঘটে। এতে উপজেলার শহীদনগর থেকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে স্টার লাইন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন আহত হন। এর আধা কিলোমিটার দূরে একটি স্লিপার কোচ যানজটের কারণে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা পিকআপকে ধাক্কা দেয়। এতে কুমিল্লাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে ঢাকামুখী সড়কের জিংলাতলীর কাছে একটি মাইক্রোবাস ও প্রাইভেট কার এবং লেগুনাসহ চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে সাতজন আহত হন। অন্যদিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা প্রাইভেট কারকে ধাক্কা দিলে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে দাউদকান্দির শহীদনগর থেকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার বলেন, ঘন কুয়াশার কারণে ৩ কিলোমিটারের মধ্যে ৮টি দুর্ঘটনা ঘটে এই যানজটের সৃষ্টি হয়। পরে ৩টি রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জনস্রোত সৃষ্টি হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকার মানুষ ও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘটনাস্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।
৬ মিনিট আগেঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুল সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।
৪১ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহত রজনী ইসলামের লাশ দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় জানাজা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে