Ajker Patrika

মৃতের সংখ্যা বেড়ে ৪৫, প্রত্যেক নিহতের পরিবার পাবে ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ জুন ২০২২, ২৩: ১৪
মৃতের সংখ্যা বেড়ে ৪৫, প্রত্যেক নিহতের পরিবার পাবে ১০ লাখ টাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। পাশাপাশি নিহত কারও যদি শিশুসন্তান থাকে সেই শিশু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে বেতনের সমপরিমাণ টাকা এবং উপার্জনক্ষম সদস্য থাকলে চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে। 

আজ রোববার স্মার্ট গ্রুপের মহাব্যবস্থাপক মেজর (অব) শামসুল হায়দার সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। 

এ ছাড়াও এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে যাদের অঙ্গহানি ঘটেছে তাঁদের পরিবারকে ছয় লাখ টাকা এবং সাধারণ আহতদের প্রতিজনকে ৪ লাখ টাকা দেওয়া হবে ঘোষণা দেওয়া হয়েছে। 

এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ৪৫ জন মারা গেছেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৯ জন সদস্য রয়েছেন। এর মধ্যে মাত্র ১৩টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। বেশিরভাগ মরদেহই আগুনে জ্বলে অঙ্গার হয়ে গেছে। ফরেনসিক পরীক্ষা ছাড়া সেগুলো শনাক্ত করা সম্ভব হবে না।

যদিও রোববার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এই ঘটনায় মৃতের সংখ্যা ৪৯ জন বলে জানিয়েছেন। 

নিহত ফায়ার সার্ভিস কর্মীরা হলেন কুমিরা ফায়ার স্টেশনের ফায়ারফাইটার ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা মো. রানা মিয়া, একই ফায়ার স্টেশনের নার্সিং অ্যাটেনডেন্ট ও কুমিল্লা জেলার বাসিন্দা মো. মনিরুজ্জামান, ফায়ারফাইটার ও নোয়াখালী জেলার বাসিন্দা মো. আলাউদ্দিন, ফায়ার স্টেশনের কর্মী মো. শাকিল তরফদার, স্টেশন লিডার ও রাঙ্গামাটি জেলার বাসিন্দা মিঠু দেওয়ান, একই জেলা ও একই ফায়ার স্টেশনের লিডার নিপন চাকমা, ফায়ারফাইটার ও শেরপুর জেলার বাসিন্দা রমজানুল ইসলাম এবং সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার ও ফেনী জেলার বাসিন্দা সালাউদ্দিন কাদের চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত