Ajker Patrika

চট্টগ্রামে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ: দগ্ধ বৃদ্ধের মৃত্যু, স্ত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৫: ৫৬
চট্টগ্রামে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ: দগ্ধ বৃদ্ধের মৃত্যু, স্ত্রী হাসপাতালে

চট্টগ্রাম নগরীতে একটি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর স্ত্রী। বাসায় গ্যাস লাইনে লিকেজের ফলে ঘরে জমে থাকা গ্যাসে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে নগরীর বন্দর থানার দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডের ধুপপোল এলাকার একটি ভবনে চতুর্থতলার বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিস্ফোরণে নিহত ব্যক্তি হলেন ওই এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে আব্দুল খালেক (৬৫)। তাঁর আহত স্ত্রীর নাম আনোয়ারা বেগম (৬০)। 

ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের সিনিয়র অফিসার মো. শামীম মিয়া আজকের পত্রিকাকে বলেন, যে বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেটা একটি চতুর্থ তলার ভবন। বাসার চতুর্থ তলায় এ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। 

তিনি আরও বলেন, ‘ওই বাসায় লাইনের গ্যাস ব্যবহার হতো। সেখানে কোনো সিলিন্ডার ছিল না। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাস লাইনটি লিকেজ ছিল। দরজা-জানালা বন্ধ থাকার কারণে গ্যাস লিকেজ হয়ে ভেতরে জমে ছিল। ওই মুহূর্তে কেউ বিদ্যুতের কোনো সুইচ অন-অফ বা কোনো স্পার্ক করতে গিয়ে এই গ্যাস বিস্ফোরণ ঘটে।’ 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, ওই বাসার দেয়ালের একপাশের একটি অংশ উড়ে গেছে। দরজা-জানালা, আসবাব চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর পর সেখান থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

এ বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে অগ্নিদগ্ধ দুজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করিয়ে দেন। পরে আব্দুল খালেকের মৃত্যু হয়। আনোয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। 

তিনি আরও বলেন, ওই বৃদ্ধ দম্পতি দুই সন্তানকে নিয়ে ওই বাসায় থাকতেন। বিস্ফোরণের সময় তাঁদের সন্তানেরা বাসায় ছিলেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত