সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় মাইক্রোবাসের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। আজ সোমবার সকাল পৌনে ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন আনোয়ার হোসেন (৬২) ও রহিমা বেগম (৬০)। তাঁরা ঢাকার নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন কাজী রিয়াদ (৩৪) এবং মাইক্রোবাসটির চালক। তাৎক্ষণিকভাবে চালকের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার নাজিরা বাজার থেকে ভাড়া করা মাইক্রোবাসে পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন আনোয়ার হোসেন। মাইক্রোবাসটি মহাসড়কের ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, মাইক্রোবাসচালক ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি মজিবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় মাইক্রোবাসের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। আজ সোমবার সকাল পৌনে ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন আনোয়ার হোসেন (৬২) ও রহিমা বেগম (৬০)। তাঁরা ঢাকার নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন কাজী রিয়াদ (৩৪) এবং মাইক্রোবাসটির চালক। তাৎক্ষণিকভাবে চালকের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার নাজিরা বাজার থেকে ভাড়া করা মাইক্রোবাসে পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন আনোয়ার হোসেন। মাইক্রোবাসটি মহাসড়কের ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, মাইক্রোবাসচালক ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি মজিবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এতে আতঙ্ক বিরাজ করছে পদ্মার পাড়ে। অনেকে ঝুঁকিতে থাকা ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
৩ মিনিট আগেরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরিয়া নাশরাফ নাফি (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দগ্ধ বোনের পর ৯ বছরের নাফিও মৃত্যুর কাছে হেরে গেল।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিশু হতাহতের মধ্যেও বন্ধ হয়নি বিএনপির জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবনার চাটমোহরে বিএনপি নেতারা সোমবার (২১ জুলাই) রাতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে ঘিরে এখন সামাজিক...
২ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় তিস্তাপাড় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চায়না দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং। মঙ্গলবার উপজেলার লক্ষীটারী ইউনিয়নে দ্বিতীয় তিস্তা সেতুসংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং তিস্তাপারের মানুষের সঙ্গে মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তা ও নদীভাঙনে তিস্তাপারের জনমানুষের...
২ ঘণ্টা আগে