Ajker Patrika

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৫০০ কেজি আম উপহার দিলেন প্রধানমন্ত্রী 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৫০০ কেজি আম উপহার দিলেন প্রধানমন্ত্রী 

ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক শাহাকে উপহারস্বরূপ ৫০০ কেজি হিমসাগর আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহারের আম মুখ্যমন্ত্রী ও তার রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য পাঠানো হয়।

এ সময় শূন্য রেখায় দুই দেশের কর্তৃপক্ষদের উপস্থিতিতে হিমসাগর জাতের ১০০টি কার্টন বোঝাই আম ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী  হাইকমিশনার আরিফ মোহাম্মদের হাতে তুলে দেন বাংলাদেশের প্রতিনিধি দল।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী হাইকমিশনার দত্ত শ্রী রাজীব কুমারের এক চিঠিতে আম হস্তান্তর কার্যক্রম সম্পূর্ণ করেন সোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্তাত্বধিকার রাজীব ভূইয়া।

ভারতের ত্রিপুরা রাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশর প্রধানমন্ত্রী ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ তাঁর রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের জন্য  আম উপহার পাঠিয়েছেন। এতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক  আরও দৃঢ় হবে বলে মনে করি। ভারত-বাংলাদেশ সব সময় পাশাপাশি বন্ধু রাষ্ট্র হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন ভারতে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, হাইকমিশনার অফিসের ফাস্ট সেক্রেটারি রেজাউল হক চৌধুরী, ফাস্ট সেক্রেটারি  মো. আল আমিন, ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ হাসান আহমেদ ভূইয়া, এএসআই দেওয়ান মোর্শেদুল হকসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত