Ajker Patrika

পার্বতীপুরে যমুনা অয়েল: লাখ লিটার ডিজেল ঘাটতি, ডিপোর কর্মকর্তা লাপাত্তা

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
পার্বতীপুরে যমুনা অয়েল: লাখ লিটার ডিজেল ঘাটতি, ডিপোর কর্মকর্তা লাপাত্তা

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ১ লাখ লিটার ডিজেল কম পেয়েছেন অডিট বিভাগের কর্মকর্তারা। এর আগে থেকে ডিপোর সুপার (ডিএস) আহসান বিন জামাল তমাল ১৫ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত।

ঘটনা তদন্তে ১০ জুলাই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জেনারেল ম্যানেজার (বিপণন) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান, বিপিসি জেনারেল ম্যানেজার (বিপণন) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা তদন্তকাজ শুরু করেছি। যমুনা অয়েল কোম্পানির পার্বতীপুর ডিপোর সুপার আহসান বিন জামাল তমাল কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। সেই সঙ্গে পার্বতীপুর ডিপোয় তেলের কোনো ঘাটতি আছে কি না, এই দুটি বিষয় আমরা তদন্ত করছি।’

বিপিসি সূত্রে জানা গেছে, ঢাকায় পরিবারের সঙ্গে দেখা করতে গত ২৯ জুন পার্বতীপুর উপজেলার কর্মস্থল থেকে রওনা হন তমাল। ১ জুলাই তাঁর কার্যালয়ে যোগদানের কথা ছিল। 

অডিট বিভাগের নিরীক্ষা দল ১ জুলাই ডিপোতে গেলে তাঁরাও ওই কর্মকর্তার দেখা পাননি। জ্বালানি তেলের মজুত ঠিক আছে কি না, তা দেখতে অডিট নিরীক্ষা দলটি তখন ডিপোতে গিয়েছিল।

এরপর ওই কর্মকর্তা ছুটি নিয়ে লাপাত্তা থাকার বিষয়টি জানাজানি হয়। পরে অডিট দল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে।
এ বিষয়ে জানতে চাইলে যমুনা অয়েল কোম্পানির উপমহাব্যবস্থাপক (অপারেশন) হেলাল উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা স্থানীয় থানায় জিডি করেছি। এ ছাড়া ওই ডিপোতে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, পার্বতীপুর ডিপোতে ১ লাখ লিটার ডিজেল কম পেয়েছেন অডিট বিভাগের কর্মকর্তারা। এ ঘাটতি তেল সমন্বয় করারও চেষ্টা চলছে।

পার্বতীপুর জিআরপি থানার সেকেন্ড অফিসার সাজেদুল ইসলাম বলেন, ৩ জুলাই পার্বতীপুর যমুনা অয়েল ডিপোর ওই কর্মকর্তা নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি রেকর্ড করা হয়েছে। জিডিতে ১ জুলাই থেকে ওই কর্মকর্তা নিখোঁজ থাকার কথা উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, পার্বতীপুরে যমুনা অয়েল করপোরেশন লিমিটেডের উপব্যবস্থাপক মোহাম্মদ শাহজালাল এ জিডি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত