Ajker Patrika

গরমে লাইন বেঁকে ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২২: ২৬
গরমে লাইন বেঁকে ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে মালবাহী ট্রেনের সাতটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়া শহরতলির দারিয়াপুর রেলগেইট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে করে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় রেললাইনের ক্ষতি হওয়াসহ প্রায় ৫০০ মিটার রেললাইনের স্লিপার ভেঙে গেছে। তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল সন্ধ্যার পর স্বাভাবিক রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিকট শব্দে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে দেখতে পান। 

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মালবাহী ট্রেনরেলওয়ে সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় আজ তামমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই রেললাইনে অতিরিক্ত ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকে। এতে করে লাইনে ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকায় লাইন বেঁকে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা ধারণা করছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম থেকে ছড়ে আসা মালবাহী ট্রেন ৬০১ ঢাকা যাওয়ার পথে শহরতলির দারিয়াপুরে ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। অত্যধিক গরমে রেলের লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে রেললাইন ও স্লিপারেরও মারাত্মক ক্ষতি হয়। বর্তমানে ঢাকামুখী আপলাইনে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল সন্ধ্যার স্বাভাবিক রাখা হয়েছে।’ 

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মালবাহী ট্রেনআখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম হোসেন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার শেষে এবং রেললাইন ও স্লিপার মেরামত করতে আরও সময় লাগবে বলে তিনি জানান। তবে কখন কাজ শেষ হবে, এ বিষয়ে কিছু বলেতে পারেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত