আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ভারতের ত্রিপুরা রাজ্যে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ ঘটনার তিন দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ত্রিপুরা রাজ্য পুলিশ বলছে, চুরির অভিযোগে স্থানীয় লোকজনের গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তাঁর বাবার অভিযোগ, ত্রিপুরায় এক বাংলাদেশি পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করেছে।
গতকাল সোমবার রাত ১১টার দিকে রাজ্যের সিপাহীজলা জেলার টাকারজলা থানার ওসি দেবানন্দ রিয়াং আখাউড়া থানার ওসি মিজানুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করেন। আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিহত যুবক ডালিম মিয়া (২৫) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তবর্তী মাদলা গ্রামের মোহন মিয়ার (৫০) ছেলে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, কসবা উপজেলার মাদলা গ্রামের মোহন মিয়ার ছেলে ডালিম মিয়া, কসবা উপজেলার মাদলা গ্রামের হানিফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৩০), একই গ্রামের সেলিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০), কসবার কোল্লাপাথর গ্রামের শাহ আলমের ছেলে হৃদয় মিয়াসহ (২৬) কয়েকজন গত শুক্রবার রাতে কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তের নোম্যানসল্যান্ডে (শূন্য রেখায়) রাজ্যের টাকারজলা থানার ওসি দেবানন্দ রিয়াং আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার টাকারজলা থানাধীন গোলাঘাটী গ্রামের একটি বিদ্যালয় থেকে গত শনিবার সকালে এক শিক্ষকের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন কয়েকজন যুবক। এ সময় সেখানকার অধিবাসীরা চোর সন্দেহে তাঁদের ধাওয়া করে ডালিমকে ধরে ফেলে এবং ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় জহিরুল নামে অপর এক বাংলাদেশি যুবক পিটুনিতে গুরুতর আহত হয়েছেন। অন্যরা পালিয়ে গেছেন। পরে জহিরুলকে জনরোষ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে টাকারজলা থানা-পুলিশ।’
তবে ডালিমের বাবা মোহন মিয়া বলছেন, ‘মাদলা গ্রামের হানিফ মিয়ার ছেলে হাবিবুর রহমান শিমুল (৩৫) কয়েক দিন আগে থেকেই ভারতে অবস্থান করছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিমুলের ভাই জহিরুলসহ অন্যরা ডালিমকে ভারতে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
মোহন মিয়া আরও বলেন, ‘শিমুলের স্ত্রীর সঙ্গে ডালিমের পরকীয়া চলছিল। পারিবারিকভাবে বিষয়টি সম্প্রতি আপস মীমাংসা হলেও পরকীয়ার জের ধরেই শিমুল ও তাঁর লোকজন ডালিমকে হত্যা করেছে।’
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট বিজিবি ক্যাম্প কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘ডালিমকে কে বা কারা এবং কেন পিটিয়ে হত্যা করেছে তা জানাতে পারেনি বিএসএফ। তবে ত্রিপুরা রাজ্যের পুলিশের কাছ থেকে আখাউড়া থানা-পুলিশ গতকাল সোমবার রাত ১১টায় ওই মরদেহ গ্রহণ করেছে।’
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘যেহেতু হত্যাকাণ্ড ভারতে ঘটেছে সুতরাং ভুক্তভোগী পরিবার এ বিষয়ে বিচার চাইলে ভারতের আদালতে আইনি লড়াই চালিয়ে যেতে পারে।’
ভারতের ত্রিপুরা রাজ্যে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ ঘটনার তিন দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ত্রিপুরা রাজ্য পুলিশ বলছে, চুরির অভিযোগে স্থানীয় লোকজনের গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তাঁর বাবার অভিযোগ, ত্রিপুরায় এক বাংলাদেশি পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করেছে।
গতকাল সোমবার রাত ১১টার দিকে রাজ্যের সিপাহীজলা জেলার টাকারজলা থানার ওসি দেবানন্দ রিয়াং আখাউড়া থানার ওসি মিজানুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করেন। আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিহত যুবক ডালিম মিয়া (২৫) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তবর্তী মাদলা গ্রামের মোহন মিয়ার (৫০) ছেলে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, কসবা উপজেলার মাদলা গ্রামের মোহন মিয়ার ছেলে ডালিম মিয়া, কসবা উপজেলার মাদলা গ্রামের হানিফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৩০), একই গ্রামের সেলিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০), কসবার কোল্লাপাথর গ্রামের শাহ আলমের ছেলে হৃদয় মিয়াসহ (২৬) কয়েকজন গত শুক্রবার রাতে কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তের নোম্যানসল্যান্ডে (শূন্য রেখায়) রাজ্যের টাকারজলা থানার ওসি দেবানন্দ রিয়াং আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার টাকারজলা থানাধীন গোলাঘাটী গ্রামের একটি বিদ্যালয় থেকে গত শনিবার সকালে এক শিক্ষকের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন কয়েকজন যুবক। এ সময় সেখানকার অধিবাসীরা চোর সন্দেহে তাঁদের ধাওয়া করে ডালিমকে ধরে ফেলে এবং ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় জহিরুল নামে অপর এক বাংলাদেশি যুবক পিটুনিতে গুরুতর আহত হয়েছেন। অন্যরা পালিয়ে গেছেন। পরে জহিরুলকে জনরোষ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে টাকারজলা থানা-পুলিশ।’
তবে ডালিমের বাবা মোহন মিয়া বলছেন, ‘মাদলা গ্রামের হানিফ মিয়ার ছেলে হাবিবুর রহমান শিমুল (৩৫) কয়েক দিন আগে থেকেই ভারতে অবস্থান করছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিমুলের ভাই জহিরুলসহ অন্যরা ডালিমকে ভারতে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
মোহন মিয়া আরও বলেন, ‘শিমুলের স্ত্রীর সঙ্গে ডালিমের পরকীয়া চলছিল। পারিবারিকভাবে বিষয়টি সম্প্রতি আপস মীমাংসা হলেও পরকীয়ার জের ধরেই শিমুল ও তাঁর লোকজন ডালিমকে হত্যা করেছে।’
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট বিজিবি ক্যাম্প কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘ডালিমকে কে বা কারা এবং কেন পিটিয়ে হত্যা করেছে তা জানাতে পারেনি বিএসএফ। তবে ত্রিপুরা রাজ্যের পুলিশের কাছ থেকে আখাউড়া থানা-পুলিশ গতকাল সোমবার রাত ১১টায় ওই মরদেহ গ্রহণ করেছে।’
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘যেহেতু হত্যাকাণ্ড ভারতে ঘটেছে সুতরাং ভুক্তভোগী পরিবার এ বিষয়ে বিচার চাইলে ভারতের আদালতে আইনি লড়াই চালিয়ে যেতে পারে।’
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
৯ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১১ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
১৫ মিনিট আগে