Ajker Patrika

বঙ্গোপসাগরে ৪০ জন রোহিঙ্গাসহ নৌকাডুবি, ১৫ রোহিঙ্গা উদ্ধার

প্রতিনিধি, নোয়াখালী
আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০১: ৩১
বঙ্গোপসাগরে ৪০ জন রোহিঙ্গাসহ নৌকাডুবি, ১৫ রোহিঙ্গা উদ্ধার

বঙ্গোপসাগরে ৪০ জন রোহিঙ্গাসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি রোহিঙ্গারা নিখোঁজ ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

মো. শহীদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ভাসানচর ক্যাম্প থেকে নৌকা যোগে ৩০ থেকে ৪০ জন রোহিঙ্গা পালিয়ে চট্টগ্রামে যাচ্ছিল বলে জানা গেছে। তাদের নৌকাটি ভাসানচরের ১৫ থেকে ২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রামের বঙ্গোপসাগরে পৌঁছালে ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধারে নামে। এ পর্যন্ত ১৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে আব্দুর রহমান নামের একজন ফিশিং ট্রলারে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় চলে গেছে। বর্তমানে সে সাতকানিয়ার কেচিয়া গ্রামের নূর সালামের বাড়িতে রয়েছে। নৌকা ডুবির ঘটনায় আব্দুর রহমানের পাঁচ সন্তান এখনো নিখোঁজ রয়েছে। তাঁরা হচ্ছে, সুপাইরা (৮), কিসমত আরা (৬), ফেরদৌস (৫), সকিনা (৪), নুর আয়েশা (৩ মাস)। তাঁরা সবাই ভাসানচরের ৫০ নম্বর ক্লাস্টারের সি -৭/৮ রুম এফসিএন-১৯২৩৫ তে থাকত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত