Ajker Patrika

নোয়াখালীতে আগুনে পুড়ল ১৫ দোকান 

 নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ২৬
নোয়াখালীতে আগুনে পুড়ল ১৫ দোকান 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার চৌমুহনী বড় মসজিদসংলগ্ন কবুতরহাটা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কবুতর হাটার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে একটি মুদি দোকান, লবণ, আলু, চুন ও মসলার আড়তসহ ১৫টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শাহ এমরান খান আজকের পত্রিকাকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত