কুবি প্রতিনিধি
সহকারী প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অমিত দত্তকে লাঞ্ছিতের অভিযোগে সেই ছাত্রলীগের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে প্রক্টরিয়াল বডির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে দায়িত্ব পালনকালে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার বিষয়ে তাঁদের যৌক্তিক কারণ দর্শাতে বলা হয়।
শোকজ প্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘এমন আচরণের সঠিক কারণ জানতে চেয়ে দুজনকে শোকজ করা হয়েছে। তাদের দেওয়া জবাবের পর অভিযোগ যাচাই করে দেখা হবে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’
গত সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু হলের ৩১৮ নম্বর কক্ষ দখলকে কেন্দ্র করে কুবি মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে ছাত্রলীগের দ্বন্দ্ব দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি উপস্থিত হলে, সহকারী প্রক্টর অমিত দত্তকে মারতে তেড়ে আসার অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন শোকজের সিদ্ধান্ত নেয়।
শোকজের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনায়েত উল্লাহ বলেন, ‘প্রশাসনের দেওয়া শোকজ লেটার আমরা হাতে পেয়েছি আজ দুপুরে। আগামীকালের মধ্যে যৌক্তিক ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। আমরা উত্তর আজকে অথবা কালকের মধ্যে দেব।’
এ নিয়ে আরেক অভিযুক্ত ছাত্রলীগ নেতা সালমান চৌধুরী বলেন, ‘আমাদের বিরুদ্ধে এটা মিথ্যা অভিযোগ। একজন শিক্ষক কী ধরনের এজেন্ডা নিয়ে আমাদের এমন একটি শোকজ দিলেন, সেটা বুঝতে পারছি না। আমাদের কেন এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে ফাঁসানো হচ্ছে, এর বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’
সহকারী প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অমিত দত্তকে লাঞ্ছিতের অভিযোগে সেই ছাত্রলীগের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে প্রক্টরিয়াল বডির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে দায়িত্ব পালনকালে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার বিষয়ে তাঁদের যৌক্তিক কারণ দর্শাতে বলা হয়।
শোকজ প্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘এমন আচরণের সঠিক কারণ জানতে চেয়ে দুজনকে শোকজ করা হয়েছে। তাদের দেওয়া জবাবের পর অভিযোগ যাচাই করে দেখা হবে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’
গত সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু হলের ৩১৮ নম্বর কক্ষ দখলকে কেন্দ্র করে কুবি মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে ছাত্রলীগের দ্বন্দ্ব দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি উপস্থিত হলে, সহকারী প্রক্টর অমিত দত্তকে মারতে তেড়ে আসার অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন শোকজের সিদ্ধান্ত নেয়।
শোকজের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনায়েত উল্লাহ বলেন, ‘প্রশাসনের দেওয়া শোকজ লেটার আমরা হাতে পেয়েছি আজ দুপুরে। আগামীকালের মধ্যে যৌক্তিক ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। আমরা উত্তর আজকে অথবা কালকের মধ্যে দেব।’
এ নিয়ে আরেক অভিযুক্ত ছাত্রলীগ নেতা সালমান চৌধুরী বলেন, ‘আমাদের বিরুদ্ধে এটা মিথ্যা অভিযোগ। একজন শিক্ষক কী ধরনের এজেন্ডা নিয়ে আমাদের এমন একটি শোকজ দিলেন, সেটা বুঝতে পারছি না। আমাদের কেন এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে ফাঁসানো হচ্ছে, এর বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’
কিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৪ মিনিট আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
১০ মিনিট আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
১৪ মিনিট আগেচারদিকে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা! তবু হাজার হাজার শিক্ষার্থীর পরনে স্যুট–টাই, গায়ে কালো রঙের গাউন, মাথায় কালো টুপি। দীর্ঘদিন পর চেনা স্থানে সবাই একত্রিত। কালো টুপিটা আকাশের দিকে ছুড়ে দিয়ে অনেকেই ছবি তুলছেন। কেউ নিজের গা থেকে গাউন খুলে মা–বাবার গায়ে পরিয়ে দিচ্ছেন...
১৮ মিনিট আগে