Ajker Patrika

চবির শাটল ট্রেনে ১৫ শিক্ষার্থী আহত: গুরুতর তিন জন আইসিইউতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২০: ৪৮
চবির শাটল ট্রেনে ১৫ শিক্ষার্থী আহত: গুরুতর তিন জন আইসিইউতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদে দুর্ঘটনায় ১৫ জন শিক্ষার্থী আহতের ঘটনায় ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কায় গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ক্যান্টনমেন্টের চৌধুরীহাট এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে চবি শিক্ষার্থী ছাড়াও আরও অনেকে আহত হন। 

আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। আইসিইউতে নেওয়া ৩ জনের মধ্যে ১ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। তার নাম অং সু ইং মারমা। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র। 

জানা গেছে, গতকাল রাতে এ ঘটনার পরে চবি উপাচার্যের বাসভবন, বাসসহ বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ শুক্রবার বিকেলে উপাচার্যের দপ্তরে এক সংবাদ সম্মেলনে মামলা করার বিষয়টি জানান উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। 

তিনি বলেন, একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে এমন ন্যাক্করজনক ঘটনা আমাদের কাছে খুব অবাক লাগলো। এটা ছাত্রসুলভ আচরণ নয়। এই ঘটনায় পৃথক তিনটা মামলা করা হচ্ছে। আমরা তদন্ত কমিটিও গঠন করব।

এ দিকে শাটল ট্রেনে আহত ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা অবনতির দিকে যাওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘শাটল ট্রেনে আহত হয়ে ১৭ জন এখানে চিকিৎসা নিতে এসেছিলেন। বর্তমানে ৯ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা অবনতির দিকে যাওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তবে আহতদের সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।’ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজিমুল আলম মুরাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আইসিইউতে থাকা তিনজনের মধ্যে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার নাম অং সু ইং মারমা। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র।’ 

শিক্ষক সমিতির উদ্বেগ, আহতদের সুচিকিৎসার দাবি
এ দিকে শাটল ট্রেন দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পাশাপাশি সংগঠনটি আহত শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে। 

আজ শুক্রবার বিকেলে সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকি ও সাধারণ সম্পাদক আবদুল হক সই করা এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের মান এবং বগির সংখ্যা বৃদ্ধিসহ ট্রেন লাইনের মান ও ব্যবস্থাপনার উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত প্রশাসনের নিকট দাবি জানিয়ে আসছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করার পাশাপাশি অনেক বহিরাগত লোকজন শাটল ট্রেনের আসনসমূহে বসে অবাধে চলাচলের সুযোগ থাকায় প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে ট্রেনের ছাদে চড়ে কিংবা দরজায় ঝুলে যাতায়াত করতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। 

ট্রেনের বগির সংখ্যা বৃদ্ধি, লাইন সংস্কার এবং যাত্রী পরিবহন ব্যবস্থাপনার উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদাসীনতা এবং এর ফলে সংঘটিত দুর্ঘটনার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করছে। শিক্ষক সমিতি আশা করে এই দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো গাফিলতি করবে না এবং বিশ্ববিদ্যালয়ের অন্যতম গৌরবময় ঐতিহ্য ও শিক্ষা-কার্যক্রমের অপরিহার্য অনুষঙ্গ হিসেবে বিবেচিত এই শাটল ট্রেনের মানোন্নয়নপূর্বক এর ব্যবস্থাপনায় বিদ্যমান নৈরাজ্য বন্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষক সমিতি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, এই ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থী অসংখ্য বাস বাঙচুরসহ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সম্পদ-হানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে যার জন্য শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে এবং অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত