প্রতিনিধি, সদর (ব্রাহ্মণবাড়িয়া)
১১ জুলাই কোপা আমেরিকা কাপের ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচটিতে ১-০ গোলে জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে মেসির দল। কোপা আমেরিকার রেশ কেটে গেলেও এখনো উত্তাপ রয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ায়। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে জড়িয়েছেন ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকেরা। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সী ও ফুরকান মুন্সী। তাঁদের মধ্যে মিনার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাছিহাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান, কোপা আমেরিকা টুর্নামেন্টের ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় খেওয়াই গ্রামের সরদারবাড়ির শিপন (১৯) ও মুন্সীবাড়ির হৃদয়ের (১৮) মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। হৃদয় আর্জেন্টিনা ও শিপন ব্রাজিল দলের সমর্থক। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। সকালে গ্রামে পুলিশ এসেছে। এখন গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে কোপা আমেরিকার ফাইনালের এই ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। ফলে ফাইনালের দিন এই জেলায় কোনো অঘটন ঘটেনি। পুরো জেলায় মোতায়েন করা হয় পাঁচ শতাধিক পুলিশ সদস্য।
১১ জুলাই কোপা আমেরিকা কাপের ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচটিতে ১-০ গোলে জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে মেসির দল। কোপা আমেরিকার রেশ কেটে গেলেও এখনো উত্তাপ রয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ায়। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে জড়িয়েছেন ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকেরা। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সী ও ফুরকান মুন্সী। তাঁদের মধ্যে মিনার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাছিহাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান, কোপা আমেরিকা টুর্নামেন্টের ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় খেওয়াই গ্রামের সরদারবাড়ির শিপন (১৯) ও মুন্সীবাড়ির হৃদয়ের (১৮) মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। হৃদয় আর্জেন্টিনা ও শিপন ব্রাজিল দলের সমর্থক। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। সকালে গ্রামে পুলিশ এসেছে। এখন গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে কোপা আমেরিকার ফাইনালের এই ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। ফলে ফাইনালের দিন এই জেলায় কোনো অঘটন ঘটেনি। পুরো জেলায় মোতায়েন করা হয় পাঁচ শতাধিক পুলিশ সদস্য।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো মোড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–২। আটকেরা হলেন, মো. জহিরুল ইসলাম (২১) ও মো. লিয়াকত আলী লিমন (৩৩)।
১ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীরা। আজ রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করেন তারা।
২ ঘণ্টা আগেঅভিযুক্ত সাংবাদিক রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান সেলিম। তিনি আলদাতপুরে হিন্দুপল্লিতে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের সরাসরি উসকানি দিয়েছেন।
২ ঘণ্টা আগেরাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
২ ঘণ্টা আগে