কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে ২০০ বই নিয়ে শ্বশুরবাড়ি গেলেন নববধূ মেহেরুন নেছা মুমু। গত বছর বিয়ের পর গত সোমবার বউভাত শেষে শ্বশুরবাড়ি যান তিনি। তিনি শ্বশুরবাড়িতে ‘বউ-শাশুড়ির বইঘর’ নামে একটি পাঠাগার গড়ে তুলতে চান। যেখানে পাঠক হবে এলাকার বউ-শাশুড়িসহ স্কুল-কলেজের ছাত্রীরা।
মুমু চর ফলকন গ্রামের ডা. অবাদুল হক চেয়ারম্যান বাড়ির মহিউদ্দিনের মেয়ে। একই গ্রামের রমজান আলী মৌলভীবাড়ির মাকছুদুর রহমানের ছেলে তরুণ আইনজীবী এমরান হোসেন নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়। মুমু ঢাকার ইডেন কলেজের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকেই তিনি বইপ্রেমী। স্বজনেরা বলেন, বই পড়তে মুমুর ভালো লাগে। বই সংগ্রহ ও পড়া তাঁর শখ।
গত সোমবার বিকেলে নববধূ মেহেরুন নেছা মুমু বাবার বাড়ি থেকে বই নিয়ে উপজেলার চর ফলকন গ্রামের শ্বশুরবাড়ি যান। বই ছাড়াও নানা পদের বাহারি পিঠা নিয়ে যান তিনি। পিঠা প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়ি বাড়ি পাঠিয়ে দেন মুমুর শাশুড়ি কামরুন নাহার।
গত বছরের ১৮ আগস্ট বিয়ে হয় এই দম্পতির। তখন শুধু কাবিন হয়। গত শনিবার ছিল মুমুর বউভাতের আয়োজন। এর একদিন পরই শ্বশুরবাড়ি যান তিনি। মেহেরুন নেছা মুমু বলেন, ‘বই কেনা, বই পড়া আমার শখ। বই উপহার পেতে আমার ভালো লাগে। স্বপ্ন দেখছি, শ্বশুরবাড়িতে ‘বউ-শাশুড়ির বইঘর’ নামে একটি লাইব্রেরি গড়ব। এলাকার সব বউ-শাশুড়ি এখানে এসে বই পড়বেন।’
শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া বেশির ভাগই তাঁর বিভিন্ন সময়ের জমানো টাকায় কেনা। অল্প কিছু বই জন্মদিনসহ বিভিন্ন দিবসের উপহার, কিছু বই স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার হিসেবে পাওয়া। প্রিয় লেখক হুমায়ূন আহমেদের শতাধিক বই পড়েছেন মুমু।
মুমুর স্বামী অ্যাডভোকেট এমরান হোসেন নিখিল স্ত্রীর সঙ্গে করে আনা বইয়ের ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাতে ইতিবাচক মন্তব্য করেছেন অনেকেই।
মুমুর মা ছালেহা বেগম বলেন, তাঁর মেয়ের প্রিয় শখ বই পড়া। শাড়ি-চুড়ি, কসমেটিকসে তাঁর আগ্রহ নেই। ছোটবেলা থেকেই টাকা জমিয়ে বই কেনা ছিল তাঁর নেশা। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মেয়ের সংগ্রহে থাকা সব বই নিয়ে গেছে।
মুমুর শাশুড়ি কামরুন নাহার বলেন, ‘আমার দুই ছেলে, মেয়ে নেই। ছেলের সুবাদে একটা মেয়ে পেয়েছি। সে এই বাড়িতে আসার সময় অনেক বই নিয়ে আসে। তাতে আমি খুবই খুশি হয়েছি। এখন থেকে আমিও তাকে বই কিনে দেব।’
লক্ষ্মীপুরের কমলনগরে ২০০ বই নিয়ে শ্বশুরবাড়ি গেলেন নববধূ মেহেরুন নেছা মুমু। গত বছর বিয়ের পর গত সোমবার বউভাত শেষে শ্বশুরবাড়ি যান তিনি। তিনি শ্বশুরবাড়িতে ‘বউ-শাশুড়ির বইঘর’ নামে একটি পাঠাগার গড়ে তুলতে চান। যেখানে পাঠক হবে এলাকার বউ-শাশুড়িসহ স্কুল-কলেজের ছাত্রীরা।
মুমু চর ফলকন গ্রামের ডা. অবাদুল হক চেয়ারম্যান বাড়ির মহিউদ্দিনের মেয়ে। একই গ্রামের রমজান আলী মৌলভীবাড়ির মাকছুদুর রহমানের ছেলে তরুণ আইনজীবী এমরান হোসেন নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়। মুমু ঢাকার ইডেন কলেজের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকেই তিনি বইপ্রেমী। স্বজনেরা বলেন, বই পড়তে মুমুর ভালো লাগে। বই সংগ্রহ ও পড়া তাঁর শখ।
গত সোমবার বিকেলে নববধূ মেহেরুন নেছা মুমু বাবার বাড়ি থেকে বই নিয়ে উপজেলার চর ফলকন গ্রামের শ্বশুরবাড়ি যান। বই ছাড়াও নানা পদের বাহারি পিঠা নিয়ে যান তিনি। পিঠা প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়ি বাড়ি পাঠিয়ে দেন মুমুর শাশুড়ি কামরুন নাহার।
গত বছরের ১৮ আগস্ট বিয়ে হয় এই দম্পতির। তখন শুধু কাবিন হয়। গত শনিবার ছিল মুমুর বউভাতের আয়োজন। এর একদিন পরই শ্বশুরবাড়ি যান তিনি। মেহেরুন নেছা মুমু বলেন, ‘বই কেনা, বই পড়া আমার শখ। বই উপহার পেতে আমার ভালো লাগে। স্বপ্ন দেখছি, শ্বশুরবাড়িতে ‘বউ-শাশুড়ির বইঘর’ নামে একটি লাইব্রেরি গড়ব। এলাকার সব বউ-শাশুড়ি এখানে এসে বই পড়বেন।’
শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া বেশির ভাগই তাঁর বিভিন্ন সময়ের জমানো টাকায় কেনা। অল্প কিছু বই জন্মদিনসহ বিভিন্ন দিবসের উপহার, কিছু বই স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার হিসেবে পাওয়া। প্রিয় লেখক হুমায়ূন আহমেদের শতাধিক বই পড়েছেন মুমু।
মুমুর স্বামী অ্যাডভোকেট এমরান হোসেন নিখিল স্ত্রীর সঙ্গে করে আনা বইয়ের ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাতে ইতিবাচক মন্তব্য করেছেন অনেকেই।
মুমুর মা ছালেহা বেগম বলেন, তাঁর মেয়ের প্রিয় শখ বই পড়া। শাড়ি-চুড়ি, কসমেটিকসে তাঁর আগ্রহ নেই। ছোটবেলা থেকেই টাকা জমিয়ে বই কেনা ছিল তাঁর নেশা। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মেয়ের সংগ্রহে থাকা সব বই নিয়ে গেছে।
মুমুর শাশুড়ি কামরুন নাহার বলেন, ‘আমার দুই ছেলে, মেয়ে নেই। ছেলের সুবাদে একটা মেয়ে পেয়েছি। সে এই বাড়িতে আসার সময় অনেক বই নিয়ে আসে। তাতে আমি খুবই খুশি হয়েছি। এখন থেকে আমিও তাকে বই কিনে দেব।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে বদলি করা হয়। এর আগে ২ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকেরা ওস
২ মিনিট আগেবাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৯ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৭ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৪২ মিনিট আগে