নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: অপেক্ষার পালা ফুরাল। চট্টগ্রামে এসেছে পৌঁছেছে চীনা কোম্পানি সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা। আগামীকাল শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে। সংকটের কারণে গত মে মাসের শুরুতে সারা দেশের মতো চট্টগ্রামেও টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ায় এই সংকট তৈরি হয়।
আজ শুক্রবার সকালে সিনোফার্মের টিকা চট্টগ্রামে পৌঁছায়। এসব টিকা গ্রহণ করেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডস্টোরে সংরক্ষণ করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের পাঁচ জেলার জন্য মোট ১ লাখ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার জন্য ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজার জেলার জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙামাটি জেলার জন্য ৪ হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ি জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ এবং বান্দরবান জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ৯১ হাজার ২০০ ডোজ টিকা পেয়েছি। শনিবার থেকে চমেক কেন্দ্রে টিকা দেওয়া কার্যক্রম শুরু হবে। মেডিকেল শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
এর আগে দুই দফায় চট্টগ্রামে প্রায় ৮ লাখ টিকা এসেছিল। সেগুলো ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা।
জানা গেছে, চট্টগ্রামে নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষায় আছেন ১ লাখ ১৫ হাজার মানুষ।
চট্টগ্রাম: অপেক্ষার পালা ফুরাল। চট্টগ্রামে এসেছে পৌঁছেছে চীনা কোম্পানি সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা। আগামীকাল শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে। সংকটের কারণে গত মে মাসের শুরুতে সারা দেশের মতো চট্টগ্রামেও টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ায় এই সংকট তৈরি হয়।
আজ শুক্রবার সকালে সিনোফার্মের টিকা চট্টগ্রামে পৌঁছায়। এসব টিকা গ্রহণ করেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডস্টোরে সংরক্ষণ করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের পাঁচ জেলার জন্য মোট ১ লাখ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার জন্য ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজার জেলার জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙামাটি জেলার জন্য ৪ হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ি জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ এবং বান্দরবান জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ৯১ হাজার ২০০ ডোজ টিকা পেয়েছি। শনিবার থেকে চমেক কেন্দ্রে টিকা দেওয়া কার্যক্রম শুরু হবে। মেডিকেল শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
এর আগে দুই দফায় চট্টগ্রামে প্রায় ৮ লাখ টিকা এসেছিল। সেগুলো ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা।
জানা গেছে, চট্টগ্রামে নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষায় আছেন ১ লাখ ১৫ হাজার মানুষ।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
১ মিনিট আগেঝটিকা মিছিলের ছবি দেখে খুলনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ শাহনেওয়াজ।
৫ মিনিট আগেশেকৃবির আবু রায়হান বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, তাই আমরা বিরোধিতা করছি।’ পরে শেকৃবির শিক্ষার্থীরা ডিএইর ডিজির কাছে ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপরীতে নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।
১০ মিনিট আগেসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে।
১৫ মিনিট আগে