Ajker Patrika

ষড়যন্ত্রকারীরা চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক: মির্জা ফখরুল

কুমিল্লা ও চৌদ্দগ্রাম প্রতিনিধি 
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৪১
জনসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা
জনসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্রকারী রয়েছে, যারা চায় না এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। তারাই এখন দেশে বিশৃঙ্খল সৃষ্টি করছে। আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এর সমুচিত জবাব হবে।’

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে লাকসাম জংশন স্টেডিয়ামে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বৈশ্বিক কারণে নয়, হাজার-হাজার কোটি টাকা লুট ও পাচারের জন্যই আজ প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে। দেশকে পৈতৃক সম্পদ ভেবে লুট করছে স্বৈরাচার আওয়ামী লীগ। তারা জনগণকে প্রজা মনে করেছিল। মানবাধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্রসহ সব অধিকার হরণ করেছিল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা সরকারকে তত দিন পর্যন্ত সময় দেব, যত দিনে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। আমরা বিরাজনীতিকরণ বা মাইনাস টু দেখতে চাই না, জঙ্গিবাদ দেখতে চাই না। আমরা উদার গণতন্ত্র দেখতে চাই।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকারের নির্বাচন মেনে নেবে না। বিএনপি তা কখনো হতে দেবে না। বিএনপি গত ১৬ বছর সকল প্রকার হত্যা, খুন, গুম ও হুমকি উপেক্ষা করে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিল, এখনো তেমনিই আছে। যত দিন দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত না হচ্ছে, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে তত দিন বিএনপি রাজপথেই থাকবে। পতিত স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেলেও রাষ্ট্রযন্ত্রের সকল স্তরে এখনো ফ্যাসিবাদের দোসরা জেঁকে বসে আছে। দেশকে দ্রুত ফ্যাসিবাদ মুক্ত করতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এই অবস্থায় দেশ চলতে পারে না। এই জন্যই বিএনপি দেশের মানুষের সার্বিক নিরাপত্তা রক্ষা করতে দ্রুত জাতীয় নির্বাচন দাবি করে আসছে।’

জনসমাবেশে কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম।

উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা রাজনৈতিক বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিন উর রশিদ ইয়াছিন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত