Ajker Patrika

মেরিন ড্রাইভে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষ, পর্যটকসহ নিহত ২ 

কক্সবাজার প্রতিনিধি
মেরিন ড্রাইভে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষ, পর্যটকসহ নিহত ২ 

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পর্যটকসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে কিরণ চাকমা (৪০) ও ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসিন্দা জাহিদ (২৭)। জাহিদের স্ত্রী আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক সামি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক সামি উদ্দিন বলেন, ‘মেরিন ড্রাইভ সড়কের জাহাজপুরা এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। কিরণ চাকমার মরদেহ তাঁর নিজ বাড়িতে এবং পর্যটকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানতে পারি।’

পুলিশ জানিয়েছে, জাহিদ গত ১৬ মে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন। জাহিদ ও তাঁর স্ত্রী ‘রেন্ট এ বাইক’ থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে ঘুরতে চলে যান মেরিন ড্রাইভ সড়কে। সেখানে দুর্ঘটনার শিকার হন। তাঁর স্ত্রী গুরতর আহত অবস্থায় সদর হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত