Ajker Patrika

জীর্ণ ভবন, জনবলের সংকট

আলমগীর হোসেন, সোনাগাজী (ফেনী)
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ৩৯
জীর্ণ ভবন, জনবলের সংকট

ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ কমাতে বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে পাঁচটি উপস্বাস্থ্যকেন্দ্র। কিন্তু এগুলোর কোনোটি অবকাঠামো ও জনবলে স্বয়ংসম্পূর্ণ নয়। তিনটি কেন্দ্রে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে সেবাদান। বাকি দুটি কেন্দ্রের স্থায়ী ঠিকানা নেই। ফলে কেন্দ্রগুলোর সুফল থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বেয়ান্নাবাজার এলাকার কেন্দ্রটি ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তাৎক্ষণিকভাবে এটি মেরামত করা হলেও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দরকার নতুন ভবন নির্মাণ।

মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট কেন্দ্রের জরাজীর্ণ ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। আমিরাবাদ ইউনিয়নের আহম্মেদপুর বাজার কেন্দ্রের ভবনও ঝুঁকিপূর্ণ। খসে পড়ছে বিভিন্ন অংশ। কেন্দ্রের স্যাকমো (উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা) নুরজাহান বলেন, এখানে বসে চিকিৎসা দেওয়াটা ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় সমস্যা হতে পারে।

অন্যদিকে মতিগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের কোনো স্থায়ী ঠিকানা নেই। প্রভাবশালী মহল এর জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছে। বর্তমানে কমিউনিটি ক্লিনিকের একটি কক্ষে কোনো রকমে সেবা দেওয়া হচ্ছে। চরচান্দিয়া ইউনিয়ন কেন্দ্রটি জেলেপাড়ায় অবস্থিত। এখানে নির্ধারিত জায়গা থাকলেও নেই কোনো ভবন। চিকিৎসা কার্যক্রম চলছে প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে।

অবকাঠামোর এমন বেহাল পরিস্থিতির পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রগুলো জনবলেও ধুঁকছে। প্রতিটি কেন্দ্রে পাঁচটি পদে লোক থাকার কথা। সেখানে মতিগঞ্জ ও চরচান্দিয়ায় কেউ নেই। এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জনবল দিয়ে কোনো রকমে কাজ চালানো হচ্ছে। কোনো কেন্দ্রেই নেই ফার্মাসিস্ট। মঙ্গলকান্দি ও আমিরাবাদে অফিস সহায়কের পদ খালি। কুঠিরহাটে চিকিৎসক সানজিদা করিম ২০১৮ সাল থেকে অনুমোদন ছাড়াই অনুপস্থিত রয়েছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস বলেন, ‘পাঁচটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে শুধু একটিতে চিকিৎসক আছেন। ফার্মাসিস্ট ও মিডওয়াইফ নেই কোনো কেন্দ্রে। ভবনের জন্য আমরা বারবার আবেদন করেও অধিদপ্তর বরাদ্দ নেই বলে নাকচ করে দিচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় কোনো রকমে চলছে আমাদের চিকিৎসাসেবা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত