প্রতিনিধি
টেকনাফ (কক্সবাজার): জোয়ার ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সেন্টমার্টিন দ্বীপের চারদিকে ভেঙে গেছে। দ্বীপের একমাত্র জেটিটিও বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কারও কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। মানুষ আতঙ্কে থাকলেও নিরাপদে রয়েছে বলে জানা যায়।
জানা গেছে, পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল রয়েছে। পানির উচ্চতা বেড়েছে। সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ার কারণে বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। গত তিন থেকে চার দিন ধরে সাগরের একই অবস্থা রয়েছে। জোয়ারের পানিতে কক্সবাজারের টেকনাফের এ প্রবাল দ্বীপের একমাত্র জেটিটি বিধ্বস্ত হয়েছে। যে জেটি দিয়ে পর্যটকসহ দ্বীপের বাসিন্দারা যাতায়াত করতেন।
সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, 'ইয়াসের তাণ্ডবে কবরস্থানের পশ্চিম দিকে ভেঙে গেছে। পূর্ব দিকেও ভেঙেছে। বেশ কিছু নারকেল গাছ উপড়ে গেছে। পুলিশ ফাঁড়ির দেয়াল ভেঙে গেছে। প্রিন্স সেভেন নামের এক হোটেলের বেশ ক্ষতিগ্রস্ত হয়। পথের বিভিন্ন জায়গায় ঢালাই উঠে খানাখন্দে পরিণত হচ্ছে।'
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে দ্বীপের চারদিকে ভেঙে গেছে। বিশেষ করে দক্ষিণ পাশের এক জামে মসজিদের ক্ষতি হয়েছে। সে সঙ্গে জোয়ার ও ঢেউয়ের আঘাতে জেলেদের নৌকা নষ্ট হয়ে গেছে।
নুর আহমদ আরও জানান, এলাকার আশপাশের অবস্থা খারাপ হলেও সবাই নিরাপদে বাড়িতে রয়েছেন। সকল হোটেল প্রস্তুত করে রাখা হয়েছে। সংকেত দিলে তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
টেকনাফ (কক্সবাজার): জোয়ার ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সেন্টমার্টিন দ্বীপের চারদিকে ভেঙে গেছে। দ্বীপের একমাত্র জেটিটিও বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কারও কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। মানুষ আতঙ্কে থাকলেও নিরাপদে রয়েছে বলে জানা যায়।
জানা গেছে, পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল রয়েছে। পানির উচ্চতা বেড়েছে। সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ার কারণে বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। গত তিন থেকে চার দিন ধরে সাগরের একই অবস্থা রয়েছে। জোয়ারের পানিতে কক্সবাজারের টেকনাফের এ প্রবাল দ্বীপের একমাত্র জেটিটি বিধ্বস্ত হয়েছে। যে জেটি দিয়ে পর্যটকসহ দ্বীপের বাসিন্দারা যাতায়াত করতেন।
সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, 'ইয়াসের তাণ্ডবে কবরস্থানের পশ্চিম দিকে ভেঙে গেছে। পূর্ব দিকেও ভেঙেছে। বেশ কিছু নারকেল গাছ উপড়ে গেছে। পুলিশ ফাঁড়ির দেয়াল ভেঙে গেছে। প্রিন্স সেভেন নামের এক হোটেলের বেশ ক্ষতিগ্রস্ত হয়। পথের বিভিন্ন জায়গায় ঢালাই উঠে খানাখন্দে পরিণত হচ্ছে।'
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে দ্বীপের চারদিকে ভেঙে গেছে। বিশেষ করে দক্ষিণ পাশের এক জামে মসজিদের ক্ষতি হয়েছে। সে সঙ্গে জোয়ার ও ঢেউয়ের আঘাতে জেলেদের নৌকা নষ্ট হয়ে গেছে।
নুর আহমদ আরও জানান, এলাকার আশপাশের অবস্থা খারাপ হলেও সবাই নিরাপদে বাড়িতে রয়েছেন। সকল হোটেল প্রস্তুত করে রাখা হয়েছে। সংকেত দিলে তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে