Ajker Patrika

সীতাকুণ্ডে বিস্ফোরণ: বিদ্যুৎ পানির ভোগান্তিতে বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রামের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের পর থেকে বিদ্যুৎহীন সীতাকুণ্ডের কদমরসুল এলাকা। বিস্ফোরণে বিদ্যুতের সঞ্চালন লাইনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিদ্যুৎ না থাকায় এলাকাটিতে পানি সংকট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন এলাকার পাঁচ হাজার বাসিন্দা।

অন্যদিকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ফৌজদারহাট বিপণন ও বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী শেখ কাউসার মাসুম। তবে আগামীকাল শবে বরাতের রাতে এলাকার মানুষের কষ্ট লাগবে সর্বাত্মক চেষ্টার কথা জানান এই কর্মকর্তা।

প্রকৌশলী শেখ কাউসার মাসুম আজকের পত্রিকাকে আরও বলেন, ‘ওই এলাকার বিদ্যুৎ সঞ্চালন লাইন পুরো নষ্ট হয়ে গেছে। ট্রান্সফরমার ও ক্যাবলসহ সব যন্ত্রপাতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আপাতত আবাসিক গ্রাহকদের সংযোগ দেওয়ার জন্য কাজ করছি। বাণিজ্যিক গ্রাহকদের বিষয়টি ধাপে ধাপে দেখব।’

ফৌজদারহাট বিপিডিবির তথ্যমতে, সীতাকুণ্ডের কদমরসুল–কেশবপুরের ওই অংশে পাঁচটি ট্রান্সফরমার আছে। প্রতি ট্রান্সফরমার থেকে ২০০টি করে সংযোগ হিসাব করলে এলাকাটিতে এক হাজার পরিবারের বসবাস।

কেশবপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ সোলায়মান আজকের পত্রিকাকে বলেন, ‘একেতো বিদ্যুৎ না থাকার ভোগান্তি, তার ওপর পানি নিয়ে সীমাহীন কষ্টে আছে এলাকার মানুষ। মোটর পাম্প দিয়ে পানি তোলা যাচ্ছে না। দূরের একটি টিউবওয়েল থেকে পানি এনে কোনোমতে রান্নার কাজ সামাল দিলেও কাপড়–চোপড় ধোয়া ও গোসল করা বন্ধ। মানুষের জীবনযাত্রা একেবারে বিষিয়ে উঠেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত