Ajker Patrika

অগ্নিকাণ্ডে ডিপোতে পুড়েছে ৯০০ কোটি টাকার পণ্য

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ২২: ০৫
অগ্নিকাণ্ডে ডিপোতে পুড়েছে ৯০০ কোটি টাকার পণ্য

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য পুড়ে গেছে। গতকাল শনিবার থেকে আজ রোববার বিকেল ৪টা পর্যন্ত নিয়ন্ত্রণহীন এই অগ্নিকাণ্ডে ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য পুড়ে যায়। যা বাংলাদেশের হিসাবে প্রায় ৯০০ কোটি টাকা।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন সিকদার বিপ্লব এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) চট্টগ্রামের সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী। এ সময় বিকডা সচিব রুহুল আমিন সিকদার বিপ্লব বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে দুর্ঘটনার সময় সাড়ে ৪ হাজারেরও বেশি কনটেইনার ছিল। এর মধ্যে অন্তত ১ হাজার ৩০০ কনটেইনারে আমদানি ও রপ্তানিপণ্য ছিল। পণ্যভর্তি এসব কনটেইনারের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে আমদানি করা বহু পণ্য। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৯০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

বিকডা সচিব আরও বলেন, ‘বেশি পুড়েছে রপ্তানির জন্য রাখা পণ্য। রপ্তানির জন্য কনটেইনার ভর্তি করে রাখা হয়েছিল অনেক পোশাক। সেগুলো রপ্তানির জন্য নির্ধারিত সময় (লিড টাইম) ছিল। কিন্তু পোশাক পুড়ে যাওয়ায় রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হবে। নির্ধারিত সময়ে রপ্তানি করা অসম্ভব হয়ে পড়বে।’ 

সীতাকুণ্ডে বিস্ফোরণ-সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

বিজিএমইএর চট্টগ্রামের সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, বিএম কনটেইনারে আগুনের ঘটনায় পুড়ে যাওয়া কনটেইনারে বেশি ছিল রপ্তানিপণ্য। তবে কতটি প্রতিষ্ঠানের পণ্য পুড়েছে তা এখনই সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে তথ্য জানতে বিজিএমইএর পক্ষ থেকে সার্কুলার জারি করা হয়েছে। সব তথ্য পাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব হবে।

এ-সম্পর্কিত সর্বশেষ:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত