Ajker Patrika

তলা ফেটে হাতিয়ায় মেঘনা নদীতে ডুবে গেছে লাইটার জাহাজ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
তলা ফেটে হাতিয়ায় মেঘনা নদীতে ডুবে গেছে লাইটার জাহাজ

নোয়াখালীর হাতিয়ায় এমভি ওয়াটার হ্যাভেন-২ নামে একটি লাইটার জাহাজ তলা ফেটে মেঘনা নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে হাতিয়ার সূখচর ইউনিয়নের কাছে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় জাহাজে থাকা নাবিকদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয়রা।

জাহাজের মাস্টার মো. ইলিয়াস বলেন, চট্টগ্রাম থেকে সিরামিকের কাঁচা মালামাল নিয়ে জাহাজটি ঢাকা যাচ্ছিল। হাতিয়া উপজেলার কাছে এলে জাহাজের ইঞ্জিন রুমের নিচে তলা ফেটে যায়। মুহূর্তে পানি ডুকে জাহাজটি ডুবে যায়।

পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় ১২ নাবীক তীরে ওঠেন। জাহাজে ১ হাজার ৭০০ টন সিরামিকের গুঁড়া ছিল।

হাতিয়ায় এমভি ওয়াটার হ্যাভেন-২ নামে লাইটার জাহাজ ডুবে যায়। ছবি: সংগৃহীত এ বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত সাহা আজকের পত্রিকাকে বলেন, জাহাজের মালিক যোগাযোগ করেছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত নদীতে নৌপুলিশ পাহারা দিয়ে রাখবে। দুএকদিনের মধ্যে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী জাহাজ এনে এটি উদ্ধার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত