Ajker Patrika

ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৫১
ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৪০) মৃত্যু হয়েছেন। আজ বৃহস্পতিবার ফেনী রেলস্টেশনের অদূরে খাজুরিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথে ‘সুবর্ণা এক্সপ্রেস’ ট্রেনটি ফেনী রেলস্টেশনের অদূরে খাজুরিয়া এলাকা পার হচ্ছিল। এ সময় ওই নারী রেলপথ পার হচ্ছিলেন। তখন চলন্ত ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। স্থানীয়রা ফেনী রেলস্টেশনের মাস্টারকে বিষয়টি জানালে তিনি রেলওয়ে পুলিশকে জানান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

ফেনী রেলস্টেশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ আলী চৌধুরী বলেন, এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত