Ajker Patrika

প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করেছিল দুর্বৃত্তরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২: ৪১
প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করেছিল দুর্বৃত্তরা

লক্ষ্মীপুরে এক প্রবাসীর বাসা থেকে তাঁর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকা ডাকাতেরা তাঁর হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে বলে দাবি প্রতিবেশী ও স্বজনদের। গতকাল সোমবার রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের নুরু মাস্টারের বাড়িতে ঘটনাটি ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাজমুন নাহার মিয়ারবেড়ী এলাকার সৌদিপ্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী। তিনি বাসায় একাই ছিলেন। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে ওই বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে নাজমুন নাহারের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে প্রতিবেশীরা তার দুই মেয়েসহ স্বজনদের খবর দেয়। তারপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

নিহতের স্বজনেরা জানান, নাহারের দুই মেয়ে বিবাহিত। মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। নাহারের স্বামী নুরুজ্জামান কর্মস্থল সৌদিতে আছেন। বাসায় তিনি একাই থাকেন।

নাহারের মেয়েজামাই মো. নজীর জানান, তাঁর শাশুড়ি একাই বাসায় থাকতেন। রাতের কোনো একসময় বাসার পাশের আমড়াগাছ দিয়ে ওপরে উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতেরা ঘরে ঢোকে। পরে শাশুড়িকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। একপর্যায়ে ডাকাতদল বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। তবে কী পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে সে তথ্য দিতে পারেননি তিনি। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত