লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে এক প্রবাসীর বাসা থেকে তাঁর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকা ডাকাতেরা তাঁর হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে বলে দাবি প্রতিবেশী ও স্বজনদের। গতকাল সোমবার রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের নুরু মাস্টারের বাড়িতে ঘটনাটি ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাজমুন নাহার মিয়ারবেড়ী এলাকার সৌদিপ্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী। তিনি বাসায় একাই ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে ওই বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে নাজমুন নাহারের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে প্রতিবেশীরা তার দুই মেয়েসহ স্বজনদের খবর দেয়। তারপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের স্বজনেরা জানান, নাহারের দুই মেয়ে বিবাহিত। মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। নাহারের স্বামী নুরুজ্জামান কর্মস্থল সৌদিতে আছেন। বাসায় তিনি একাই থাকেন।
নাহারের মেয়েজামাই মো. নজীর জানান, তাঁর শাশুড়ি একাই বাসায় থাকতেন। রাতের কোনো একসময় বাসার পাশের আমড়াগাছ দিয়ে ওপরে উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতেরা ঘরে ঢোকে। পরে শাশুড়িকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। একপর্যায়ে ডাকাতদল বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। তবে কী পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে সে তথ্য দিতে পারেননি তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরে এক প্রবাসীর বাসা থেকে তাঁর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকা ডাকাতেরা তাঁর হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে বলে দাবি প্রতিবেশী ও স্বজনদের। গতকাল সোমবার রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের নুরু মাস্টারের বাড়িতে ঘটনাটি ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাজমুন নাহার মিয়ারবেড়ী এলাকার সৌদিপ্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী। তিনি বাসায় একাই ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে ওই বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে নাজমুন নাহারের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে প্রতিবেশীরা তার দুই মেয়েসহ স্বজনদের খবর দেয়। তারপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের স্বজনেরা জানান, নাহারের দুই মেয়ে বিবাহিত। মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। নাহারের স্বামী নুরুজ্জামান কর্মস্থল সৌদিতে আছেন। বাসায় তিনি একাই থাকেন।
নাহারের মেয়েজামাই মো. নজীর জানান, তাঁর শাশুড়ি একাই বাসায় থাকতেন। রাতের কোনো একসময় বাসার পাশের আমড়াগাছ দিয়ে ওপরে উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতেরা ঘরে ঢোকে। পরে শাশুড়িকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। একপর্যায়ে ডাকাতদল বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। তবে কী পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে সে তথ্য দিতে পারেননি তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দলের বর্ধিত সভায় উপস্থিত না হয়ে টেন্ডারবাজিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
৪ মিনিট আগেযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচটি স্থাপনার নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন ও শেখ হাসিনা ছাত্রী হলসহ ওই পরিবারের চার সদস্যের নামে চারটি স্থাপনা রয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সম্মেলনকক্ষে রিজেন্ট বোর্ডের সভা
২০ মিনিট আগেফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৬ নম্বর প্রধান পিলারের পাশে ভারতীয় বসকোটাল এলাকার নো ম্যানস ল্যান্ডে এ বৈঠক হয়।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চালতপাড় ডিগ্রি কলেজে ৯ সদস্যের আংশিক কমিটি দিয়েছে ছাত্রদল। কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জনই নারী। কমিটিতে নারী শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ায় প্রশংসায় ভাসছে ছাত্রদল। গতকাল শুক্রবার জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে
১ ঘণ্টা আগে