Ajker Patrika

ইফতার সামগ্রীতে কাপড়ের রং, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
ইফতার সামগ্রীতে কাপড়ের রং, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নানা অনিয়মের বিরুদ্ধে কুমিল্লায় নিত্যপণ্যের বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। জিলাপিতে কাপড়ের রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি, অতিরিক্ত মূল্যে ব্রয়লার মুরগি বিক্রিসহ বেশ কিছু অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

আজ শনিবার দুপুরে নগরীর টমছম ব্রিজ বাজার ও ঝাউতলা এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জিলাপিতে কাপড়ের রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করায় বাদুরতলা এলাকার নারায়ণগঞ্জ সুইট মিটকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ও ২০ কেজি নিম্নমানের লবণ ধ্বংস করা হয়। অতিরিক্ত মূল্যে ব্রয়লার মুরগি বিক্রি করায় টমছম ব্রিজ এলাকার ইনসাফ ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকায় মা বাবার দোয়া সোনালী হাউসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও অতিরিক্ত মূল্যে বেগুন বিক্রি করায় ছালাউদ্দিনের সবজির দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইফতার বাজারে সচেতনতামূলক প্রচারণা করা হয়। এ সময় স্বাস্থ্য পরিদর্শক একে আজাদ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রমজান মাসে ভোগ্যপণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা অসৎ উপায় অবলম্বন করে পণ্য বেচা-বিক্রির ক্ষেত্রে কোনো ভোক্তা যাতে প্রতারণার শিকার না হয়, সে জন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। এ ছাড়া ইফতারের বাজারে স্বাস্থ্যসম্মত ইফতার বিক্রি করতে সচেতনতামূলক প্রচারণা করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত