Ajker Patrika

বদমেজাজি বাবার কারণেই ক্ষোভে ঘর ছেড়েছিল ৪ বোন

কুমিল্লা প্রতিনিধি
বদমেজাজি বাবার কারণেই ক্ষোভে ঘর ছেড়েছিল ৪ বোন

কুমিল্লায় বাবা-মায়ের ঝগড়ার কারণেই সাত দিন আগে বাড়ি ছেড়েছিল চার মাদ্রাসা ছাত্রী। এক সপ্তাহ পর মায়ের কাছে বড় মেয়ের একটি ফোনকলই নিখোঁজ রহস্যের জট খুলে দেয়। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার একটি টিম তাদের উদ্ধার করে। আজ শুক্রবার পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পিবিআই পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম।

ওই চার বোনের বাড়ি নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামে। তারা ওই গ্রামের মজিবুল হকের মেয়ে। তারা হলো—তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪), তাজিন সুলতানা (১২) ও মাইশা সুলতানা (৬)। তাসনিম উপজেলা সদরের আফসারুল উলুম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষ, মারজাহান একই মাদ্রাসার দাখিল দশম শ্রেণি ও তাজিন সুলতানা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সবার ছোট মাইশা নারুয়া তালিমুল কোরআন মডেল মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়ে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া এলাকার হালিমা বেগমের (৫০) বাড়ি থেকে নিখোঁজ চার বোনকে উদ্ধার করা হয়। আজ সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিখোঁজ চার বোনের বড় বোন তাসনিম জাহান বলেন, বাবা উগ্র মেজাজের লোক। তিনি মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া করেন। গত ২৫ মে মা-বাবা ঝগড়া করে। তখন চার বোন বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দেয়। বদমেজাজি বাবা তাদের তখনই বের হয়ে যেতে বলেন। পরে রাগ ভাঙাতে এসে নাতনিদের সঙ্গে করে নিয়ে যান নানি। এতেও তাদের রাগ না ভাঙেনি। পরদিন তারা মাদ্রাসায় যাওয়ার নাম করে নানাবাড়ি থেকে বের হয়ে নাঙ্গলকোটের ফতেহপুর এলাকায় চলে যায়। সেখান থেকে কুমিল্লাগামী বাসে উঠে চলে আসে কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায়। সেখানে অপরিচিত এক অটোরিকশা চালকের মাধ্যমে স্থানীয় হালিমা বেগমের (৫০) বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। হালিমা বেগমের তখনই সন্দেহ হয়েছিল। 

বদমেজাজি বাবা মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া করেন। রাগে ক্ষোভে বাড়ি থেকে বেরিয়ে যায় চার বোনপিবিআই পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার তাদের মায়ের মোবাইলে একটি কল আসে। পরপরই বিষয়টি পিবিআইকে জানানো হয়। পরে আমরা (পিবিআই) তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধারে অভিযানে নামি।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্তিত ছিলেন পিবিআই পরিদর্শক মনজুর আলম, হিলাল উদ্দীন, মোবারক হোসেন ও বিপুল চন্দ্র দেবনাথ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত