Ajker Patrika

চাঁদপুরে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, সড়কে জলাবদ্ধতা

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, সড়কে জলাবদ্ধতা

চাঁদপুরে টানা কয়েক দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে রোববার রাত থেকে আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত সময়ে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা ও থেমে থেমে বৃষ্টির কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। 

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন। 

সোমবার ভোর থেকে টানা বৃষ্টিপাত হয় সকাল ১০টা পর্যন্ত। এরপর থেমে আবারও বৃষ্টি। এতে শহরের অধিকাংশ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর মধ্যে শহরের মাদ্রাসা রোড, নাজির পাড়া, পালপাড়া, রহমতপুর আবাসিক এলাকা ও ট্রাক রোডে পানি উঠে যায়। 

মাদ্রাসা রোডের বাসিন্দা সাজ্জাদ রহমান বলেন, ‘টানা বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। যে কারণে বৃষ্টির পানি বাসা–বাড়িতে প্রবেশ করে চরম খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের মধ্যে অপরিকল্পিত বাড়ি ঘর তৈরি এবং জলাশয়গুলো ভরাট করায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।’ 

শহরের মিশন রোড এলাকার শ্রমিক জাহাঙ্গীর আলম ও রবিউল বলেন, ‘সড়ক সংস্কারের কাজ করি। বৃষ্টির কারণে কাজ বন্ধ। আমাদের কাজ না থাকলে সংসার চলে না। কি আর করা, বৃষ্টিতে তো করোও হাত নেই।’ 

ট্রাক রোডের বাসিন্দা আবদুল বারেক বলেন, ‘এই এলাকার সংযুক্ত আবাসিক সড়কগুলো বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। লোকজন ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়ে। এরপর গত এক বছর ট্রাক রোড সংস্কার না হওয়ায় খুবই দুর্ভোগে আছে এলাকার লোকজন।’ 

চাঁদপুরে টানা বৃষ্টিপাতে সড়কে জলাবদ্ধতা। ছবি: আজকের পত্রিকাআবহাওয়া পর্যবেক্ষক শাহ মো. শোয়েব আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকার লঘুচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত আছে।’ 

তিনি বলেন, ‘রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার বেলা ৩টা পর্যন্ত চাঁদপুর জেলায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত