Ajker Patrika

চাঁদপুরের বাসায় কুমিল্লার দম্পতির হাত-পা বাঁধা লাশ

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ২৯
চাঁদপুরের বাসায় কুমিল্লার দম্পতির হাত-পা বাঁধা লাশ

চাঁদপুরের হাজীগঞ্জে উত্তম বর্মণ (৬০) ও তাঁর স্ত্রী কাজলী রানীর (৪৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার পূর্ব বড়কুল ইউনিয়নের বড়কুল উত্তর গ্রাম থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

উত্তম বর্মণ কুমিল্লার লাকসাম উপজেলার হরমন চন্দ্র বর্মণের ছেলে। তিনি হাজীগঞ্জের বড়কুল উত্তর গ্রামের পাইন্না বাড়ির দুলাল সাহার বাড়ির কেয়ারটেকার ছিলেন। তা ছাড়া তিনি স্থানীয় মাছের আড়তে শ্রমিকের কাজ করতেন। তাঁর স্ত্রী কাজলী রানী অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে এসব তথ্য জানিয়ে উত্তম বর্মণের মেয়ে রিনা রানী বর্মণ বলেন, তাঁরা দুই বোন। তাঁর বিয়ে হয়েছে মতলবে। সকালে এ ঘটনার সংবাদ পেয়ে তিনি এসেছেন। তাঁদের বাড়ি লাকসামে হলেও দীর্ঘদিন ধরে হাজীগঞ্জে বসবাস করে আসছেন।

স্থানীয় বাসিন্দা সবিতা সাহা বলেন, সকালে পূজার জন্য ফুল তুলতে গিয়ে দেখেন উত্তম বর্মণ ও তাঁর স্ত্রী ঘুম থেকে ওঠেননি। ডেকে সাড়া-শব্দ না পেয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। ভেতরে দরজা খোলা দেখে পাশের বাসার লোকজনকে খবর দেন। পরে দেখেন ঘরে দুজনের হাত-পা বাঁধা লাশ পড়ে আছে।

এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, হাত-পা বেঁধে বালিশ চাপা দিয়ে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত