চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশনে ঈদের বিশেষ ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। সাময়িক ট্রেন চলাচল ব্যাহত হলেও বিকল্প পথে স্বাভাবিক হয়। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডুলাহাজারা রেলস্টেশনের মাস্টার মো. আব্দুল মান্নান চৌধুরী। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে ঈদের বিশেষ ট্রেনটি আজ সকাল সোয়া ১০টার দিকে ডুলাহাজারা স্টেশনে এসে থামে। এর কিছুক্ষণ পর কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল ট্রেনটি। এ সময় ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিনের চাকা রেললাইন থেকে সরে যায়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। আমরা অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি। ট্রেনে পাঁচ শর বেশি যাত্রী ছিল।’
স্টেশনমাস্টার আব্দুল মান্নান আরও বলেন, ‘বিশেষ ট্রেনের ইঞ্জিন, একটি কোচের আটটি চাকা ও আরেকটি কোচের চারটি চাকা লাইন থেকে সরে পড়ে। মূলত ট্রেনের গতি কম থাকায় ট্রেন ও লাইনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বেলা আড়াইটার দিকে উদ্ধারকারী যান এসে বগিগুলো উদ্ধারের কাজ শুরু করেছে। বিকল্প পথে বেলা ১টা ২০ মিনিটের দিকে অপর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস এই স্টেশন পার হয়ে যায়।’
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈদের বিশেষ ট্রেনের যাত্রী জাহিদুল ইসলাম ও ফাহিম আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ কাজে দুই বন্ধু কক্সবাজার যাচ্ছিলাম। ডুলাহাজারা স্টেশনে এসে ট্রেন লাইনচ্যুত হওয়ায় গরমের মধ্যে বিপদে পড়ি। এখন বাধ্য হয়ে গাড়িতে কক্সবাজার চলে যাওয়ার চেষ্টা করছি।’
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পরিদর্শনে যান চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনটি লাইন থেকে সরে পড়ে গেছে। এতে কোনো যাত্রী হতাহত হননি। যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ করছে পুলিশ।’
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশনে ঈদের বিশেষ ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। সাময়িক ট্রেন চলাচল ব্যাহত হলেও বিকল্প পথে স্বাভাবিক হয়। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডুলাহাজারা রেলস্টেশনের মাস্টার মো. আব্দুল মান্নান চৌধুরী। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে ঈদের বিশেষ ট্রেনটি আজ সকাল সোয়া ১০টার দিকে ডুলাহাজারা স্টেশনে এসে থামে। এর কিছুক্ষণ পর কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল ট্রেনটি। এ সময় ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিনের চাকা রেললাইন থেকে সরে যায়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। আমরা অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি। ট্রেনে পাঁচ শর বেশি যাত্রী ছিল।’
স্টেশনমাস্টার আব্দুল মান্নান আরও বলেন, ‘বিশেষ ট্রেনের ইঞ্জিন, একটি কোচের আটটি চাকা ও আরেকটি কোচের চারটি চাকা লাইন থেকে সরে পড়ে। মূলত ট্রেনের গতি কম থাকায় ট্রেন ও লাইনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বেলা আড়াইটার দিকে উদ্ধারকারী যান এসে বগিগুলো উদ্ধারের কাজ শুরু করেছে। বিকল্প পথে বেলা ১টা ২০ মিনিটের দিকে অপর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস এই স্টেশন পার হয়ে যায়।’
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈদের বিশেষ ট্রেনের যাত্রী জাহিদুল ইসলাম ও ফাহিম আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ কাজে দুই বন্ধু কক্সবাজার যাচ্ছিলাম। ডুলাহাজারা স্টেশনে এসে ট্রেন লাইনচ্যুত হওয়ায় গরমের মধ্যে বিপদে পড়ি। এখন বাধ্য হয়ে গাড়িতে কক্সবাজার চলে যাওয়ার চেষ্টা করছি।’
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পরিদর্শনে যান চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনটি লাইন থেকে সরে পড়ে গেছে। এতে কোনো যাত্রী হতাহত হননি। যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ করছে পুলিশ।’
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
১৪ মিনিট আগেসাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
৩০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
১ ঘণ্টা আগে