চাঁদপুর প্রতিনিধি
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আলোকিত। ইউক্রেন ও রাশিয়ায় যুদ্ধ চলছে। বিশ্বের অনেক দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিতে খাদ্য গ্রহণ করে যাচ্ছে। বিশ্ব সংকটের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে, সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
আজ শুক্রবার চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। চাঁদপুর জেলা আওয়ামী লীগের মাধ্যমে অসহায়দের কাছে আমরা ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি এবং দেব। আওয়ামী লীগ সরকারই সবসময় অসহায় মানুষের কথা ভাবে এবং চিন্তা করে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী আরও বলেন, ‘আমাদের মহান স্বাধীনতাকে যারা অর্থহীন করতে চায় তাদের প্রতিহত করা হবে। স্মার্ট বাংলাদেশের আজ আমরা স্বপ্ন দেখছি। ২০৪১ সালের অনেক আগেই আমরা উন্নত বাংলাদেশে পৌঁছে যাব।’
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ও সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আলোকিত। ইউক্রেন ও রাশিয়ায় যুদ্ধ চলছে। বিশ্বের অনেক দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিতে খাদ্য গ্রহণ করে যাচ্ছে। বিশ্ব সংকটের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে, সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
আজ শুক্রবার চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। চাঁদপুর জেলা আওয়ামী লীগের মাধ্যমে অসহায়দের কাছে আমরা ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি এবং দেব। আওয়ামী লীগ সরকারই সবসময় অসহায় মানুষের কথা ভাবে এবং চিন্তা করে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী আরও বলেন, ‘আমাদের মহান স্বাধীনতাকে যারা অর্থহীন করতে চায় তাদের প্রতিহত করা হবে। স্মার্ট বাংলাদেশের আজ আমরা স্বপ্ন দেখছি। ২০৪১ সালের অনেক আগেই আমরা উন্নত বাংলাদেশে পৌঁছে যাব।’
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ও সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৩ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৩ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
৩ ঘণ্টা আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
৪ ঘণ্টা আগে