নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া থেকে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির দলছুট নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এরপর রাত সোয়া ৯টার দিকে উপনির্বাচনের নিয়ন্ত্রণকক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম ভোটের ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম জানান, ১৩২টি কেন্দ্রে কলার ছড়া প্রতীক নিয়ে আব্দুস সাত্তার পেয়েছেন ৪৪ হাজার ৯১৬ ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নিখোঁজ আবু আসিফ আহমেদ পেয়েছেন ৩ হাজার ২৫৯ ভোট। তাঁর প্রতীক ছিল মোটর গাড়ি। গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির জহিরুল হক জুয়েল পেয়েছেন ১ হাজার ৫৬০ ভোট। অন্যদিকে প্রচার চলাকালে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানো আরেক স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা পেয়েছেন ৪৮৪ ভোট।
রিটার্নিং কর্মকর্তা শাহগীর আলম আরও জানান, সব মিলিয়ে মোট ভোট দিয়েছেন ৬০ হাজার ১২২ জন ভোটার। যা শতকরা হারে ১৬ দশমিক ১০ শতাংশ। এর আগে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন গতকাল ছয়টি আসনে অনুষ্ঠিত ভোটে ১৫ থেকে ২৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
গতকাল ১৩২টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩১৯। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৫০৩ জন এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৮১৫ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি এই আসনে পাঁচবার সংসদ সদস্য ছিলেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে জেতাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই আসনে কোনো প্রার্থী দেয়নি। বরং দলটির তিনজন নেতা নির্বাচনে অংশ নিতে গেলেও দলের নির্দেশে সরে দাঁড়ান। এমনকি স্থানীয় আওয়ামী লীগ আব্দুস সাত্তারকে জেতানোর জন্য প্রচার চালিয়ে এসেছে। গতকাল নির্বাচনের দিনও তাঁদের এই তৎপরতা লক্ষ করা গেছে।
এদিকে নির্বাচিত হওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, ‘দুঃসময়ে যারা পাশে থেকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাঁদের সার্বিক কল্যাণে কাজ করে যাব।’
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির দলছুট নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এরপর রাত সোয়া ৯টার দিকে উপনির্বাচনের নিয়ন্ত্রণকক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম ভোটের ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম জানান, ১৩২টি কেন্দ্রে কলার ছড়া প্রতীক নিয়ে আব্দুস সাত্তার পেয়েছেন ৪৪ হাজার ৯১৬ ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নিখোঁজ আবু আসিফ আহমেদ পেয়েছেন ৩ হাজার ২৫৯ ভোট। তাঁর প্রতীক ছিল মোটর গাড়ি। গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির জহিরুল হক জুয়েল পেয়েছেন ১ হাজার ৫৬০ ভোট। অন্যদিকে প্রচার চলাকালে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানো আরেক স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা পেয়েছেন ৪৮৪ ভোট।
রিটার্নিং কর্মকর্তা শাহগীর আলম আরও জানান, সব মিলিয়ে মোট ভোট দিয়েছেন ৬০ হাজার ১২২ জন ভোটার। যা শতকরা হারে ১৬ দশমিক ১০ শতাংশ। এর আগে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন গতকাল ছয়টি আসনে অনুষ্ঠিত ভোটে ১৫ থেকে ২৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
গতকাল ১৩২টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩১৯। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৫০৩ জন এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৮১৫ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি এই আসনে পাঁচবার সংসদ সদস্য ছিলেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে জেতাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই আসনে কোনো প্রার্থী দেয়নি। বরং দলটির তিনজন নেতা নির্বাচনে অংশ নিতে গেলেও দলের নির্দেশে সরে দাঁড়ান। এমনকি স্থানীয় আওয়ামী লীগ আব্দুস সাত্তারকে জেতানোর জন্য প্রচার চালিয়ে এসেছে। গতকাল নির্বাচনের দিনও তাঁদের এই তৎপরতা লক্ষ করা গেছে।
এদিকে নির্বাচিত হওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, ‘দুঃসময়ে যারা পাশে থেকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাঁদের সার্বিক কল্যাণে কাজ করে যাব।’
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নুরবাগ সিএনজি স্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেরাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে হত্যাচেষ্টা ও স্বর্ণ লুটের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার এক সপ্তাহ পার হলেও দোষীদের শনাক্ত ও আইনের আওতায় না আনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
২০ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জের একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেন। আজ সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ডিসিএস বিল্ডার্স নামের ইটভাটায় অভিযান চালানো হয়।
২৭ মিনিট আগেখুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকত আজ সোমবার সংগঠনটির দায়িত্ব নেন। গত ২৯ ডিসেম্বর সাধারণ ব্যবসায়ীদের বের করে দিয়ে...
২৯ মিনিট আগে