নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১ নম্বর চরতি ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহল্লাহ চৌধুরী। তিনি চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর শ্যালক। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁর জিম্মায় থাকা ৩৫ লাখ টাকার বালু চুরি হয়। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতকে যথাসময়ে অবহিত না করায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার (২০ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক আদেশে এই বরখাস্তের কথা বলা হয়। তবে আজ শুক্রবার বিষয়টি জানাজানি হয়।
সাতকানিয়া উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. ফয়সাল আমির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জেলা প্রশাসন থেকে রুহল্লাহকে শোকজ করা আদেশ থেকে জানা যায়, সাতকানিয়ার সাঙ্গু ও ডলু নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় উত্তোলনকৃত বালু পাচারের সময় গত ১৪ মার্চ ৪০ লাখ ঘনফুট, ১৩ এপ্রিল পরিদর্শনে ৩০ লাখ ঘনফুট এবং ১৮ এপ্রিল পরিদর্শনে ২৫ লাখ ঘনফুট বালি মজুত পাওয়া যায়।
ওই ইউনিয়নের চেয়ারম্যান রুহল্লাহকে ভ্রাম্যমাণ আদালত জিম্মায় দেওয়ার সময় ৫০ লাখ ঘনফুট বালু ও একটি এক্সকাভেটরের উল্লেখ রয়েছে। চেয়ারম্যানের জিম্মায় থাকা ২৫ লাখ ঘনফুট বালু ও একটি এক্সকাভেটর চুরি হয়ে যায় বলে সত্যতা পায় গঠিত বালু নিলাম কমিটি। যার বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এই জন্য দায়ী করেছে চেয়ারম্যান রুহল্লাহকে। ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত বালি ও এক্সকাভেটর মেশিন চুরির বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন দেয় ৪ মে।
সেখানে বলা হয়, চুরির ঘটনায় রুহল্লাহ ভ্রাম্যমাণ আদালতকে যথাসময়ে অবহিত করেননি। যা একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের আইন আদেশ প্রতিপালন না করা এবং অর্পিত সরকারি দায়িত্ব পালনে অবহেলার শামিল। এ অবস্থায় জব্দকৃত মালামালের জিম্মাদার ১ নম্বর চরতি ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহল্লাহ চৌধুরী কর্তৃক মোবাইলে কোর্টের আদেশ প্রতিপালন না করা এবং দায়িত্বে অবহেলার কারণে সরকারি সম্পদের ক্ষতির বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সেই চিঠির পরিপ্রেক্ষিতে ২০ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় শাস্তিমূলক এই ব্যবস্থা নেয়।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১ নম্বর চরতি ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহল্লাহ চৌধুরী। তিনি চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর শ্যালক। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁর জিম্মায় থাকা ৩৫ লাখ টাকার বালু চুরি হয়। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতকে যথাসময়ে অবহিত না করায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার (২০ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক আদেশে এই বরখাস্তের কথা বলা হয়। তবে আজ শুক্রবার বিষয়টি জানাজানি হয়।
সাতকানিয়া উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. ফয়সাল আমির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জেলা প্রশাসন থেকে রুহল্লাহকে শোকজ করা আদেশ থেকে জানা যায়, সাতকানিয়ার সাঙ্গু ও ডলু নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় উত্তোলনকৃত বালু পাচারের সময় গত ১৪ মার্চ ৪০ লাখ ঘনফুট, ১৩ এপ্রিল পরিদর্শনে ৩০ লাখ ঘনফুট এবং ১৮ এপ্রিল পরিদর্শনে ২৫ লাখ ঘনফুট বালি মজুত পাওয়া যায়।
ওই ইউনিয়নের চেয়ারম্যান রুহল্লাহকে ভ্রাম্যমাণ আদালত জিম্মায় দেওয়ার সময় ৫০ লাখ ঘনফুট বালু ও একটি এক্সকাভেটরের উল্লেখ রয়েছে। চেয়ারম্যানের জিম্মায় থাকা ২৫ লাখ ঘনফুট বালু ও একটি এক্সকাভেটর চুরি হয়ে যায় বলে সত্যতা পায় গঠিত বালু নিলাম কমিটি। যার বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এই জন্য দায়ী করেছে চেয়ারম্যান রুহল্লাহকে। ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত বালি ও এক্সকাভেটর মেশিন চুরির বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন দেয় ৪ মে।
সেখানে বলা হয়, চুরির ঘটনায় রুহল্লাহ ভ্রাম্যমাণ আদালতকে যথাসময়ে অবহিত করেননি। যা একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের আইন আদেশ প্রতিপালন না করা এবং অর্পিত সরকারি দায়িত্ব পালনে অবহেলার শামিল। এ অবস্থায় জব্দকৃত মালামালের জিম্মাদার ১ নম্বর চরতি ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহল্লাহ চৌধুরী কর্তৃক মোবাইলে কোর্টের আদেশ প্রতিপালন না করা এবং দায়িত্বে অবহেলার কারণে সরকারি সম্পদের ক্ষতির বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সেই চিঠির পরিপ্রেক্ষিতে ২০ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় শাস্তিমূলক এই ব্যবস্থা নেয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে