Ajker Patrika

তরুণীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ, গ্রেপ্তার ১ 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২২, ২২: ২২
তরুণীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ, গ্রেপ্তার ১ 

কুমিল্লার হোমনায় আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে দূরসম্পর্কের চাচা বশির প্রধানের (৩৫) বিরুদ্ধে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বশির প্রধানের ভাই নাছির প্রধান ও আল-আমিনকে আটক করা হয়েছে। বশির প্রধান উপজেলার বাগসিতারামপুর গ্রামের রোকন উদ্দিন প্রধানের (রুক্কু মেম্বার) ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বশির প্রধান ওই তরুণীর সম্পর্কে চাচা হন। তরুণীর বাবা বিদেশে থাকায় মাঝেমধ্যে তাঁদের পরিবারের দেখাশোনা করতেন বশির প্রধান। গত ১৫ জানুয়ারি মেয়েটিকে একা পেয়ে তাঁর আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করেন বশির প্রধান। এরপর ব্ল্যাকমেল করে ২২ জানুয়ারি মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করা হয়। বশির প্রধানের কারণে ওই মেয়ের সংসারও টেকেনি। কারণ আপত্তিকর ভিডিও তিনি তরুণীর স্বামীর মোবাইল ফোনেও পাঠান। শুধু ধর্ষণই নয় ওই মেয়ের পরিবারকে নানান হুমকি-ধমকিও দেন বশির প্রধান ও তাঁর ভাই নাছির প্রধান ও আল-আমিন। এসব ঘটনায় গতকাল রোববার বশির প্রধানের বিরুদ্ধে মামলা হয়।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই ঘটনার মূল হোতা চাচা বশির প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত