Ajker Patrika

টেকনাফে হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল

কক্সবাজারের টেকনাফের পুরোনো পল্লানপাড়া এলাকায় গতকাল বুধবার রাতে কুয়েত মসজিদের পূর্ব পাশের খোলা জায়গায় একটি গ্রেনেড দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে তাঁরা এসে জায়গাটি ঘিরে রাখে। সেই গ্রেনেডটি আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে স্থানীয় বিদ্যালয়ের মাঠে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের একটি টিম নিষ্ক্রিয় করেছে।

সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলটি গ্রেনেডটিকে কৌশলে পুরোনো পল্লানপাড়া থেকে সরিয়ে এক কিলোমিটার দূরের একটি বিদ্যালয়ের মাঠে গর্ত খুঁড়ে সেখানে রেখে ধ্বংস করে দেয়।

টেকনাফ থানার ওসি (অপারেশন) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার রাতেই স্থানীয় লোকজনকে মাইকিং করে সতর্ক করা হয়, যাতে গ্রেনেডটির আশপাশে কেউ না যায়। তবে গ্রেনেডটি কীভাবে এসেছে সেটি কেউ জানাতে পারেনি।

টেকনাফ পৌরসভার কাউন্সিলর এনামুল হাসান বলেন, ‘রাতে আমার অফিস উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তার আগে আমার অফিসের কাছে একটি গ্রেনেডে সন্ধান মিলে। তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। তারা এসে বোমাটি ঘিরে রাখে এবং আশপাশে লোকজন চলাচল না করতে অনুরোধ করে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল অভিযান ও কৌশলের মাধ্যমে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত