Ajker Patrika

হাতিয়ায় এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ছাত্রীদের সংবর্ধনা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ছাত্রীদের সংবর্ধনা

নোয়াখালীর হাতিয়ায় নবীনবরণ ও কৃত্তি ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে হাতিয়া আদর্শ মহিলা কলেজ মাঠে কলেজের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৫ জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস। 

বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এনামুল হক, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমামুল হোসেন, দ্বাদশ শ্রেণির ছাত্রী সিরাতুল নিসা মিম, উর্মিলা পায়েল মারুফা ও আতিকা দ্বীন। 

অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এইচ এস সি তে জিপিএ-৫ পাওয়া ৩৫ জন ছাত্রীকে ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক সংসদ মোহাম্মদ আলীর পক্ষ থেকে প্রাইজ মানি দেওয়া হয়। 

অনুষ্ঠানে হাতিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, অভিভাবক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহস্রাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সবশেষে কলেজ ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় হাতিয়া উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। এর মধ্যে ৩৫ জন এই কলেজের ছাত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত