নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনে বিজয়ী কাউন্সিলর ফখরুদ্দীন মাহমুদ ফখরুলের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ওই ওয়ার্ডের সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিজয়ী প্রার্থীর ৭ জন সমর্থক আহত হন।
আহতরা হলেন-কাউন্সিলর ফখরুলের সমর্থক রিয়াজ উদ্দিন, সাব্বির হোসেন, হৃদয়, রাহিম, ইসমাইল হোসেন, মো. মিলন ও শান্ত। তাঁদের মধ্যে ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিজয়ী পাঞ্জাবি প্রতীকের প্রার্থী ফখরুদ্দীন মাহমুদ ফখরুল অভিযোগ করে বলেন, গতকাল রোববার ভোটগ্রহণের পর তৃতীয় বারের মতো আমি কাউন্সিলর নির্বাচিত হই। এলাকায় পূর্ব বিরোধের জের ধরে কামাল উদ্দিন প্রকাশ সিএনজি কামাল নির্বাচনে আমার বিপক্ষে রিয়াজুর রহমান মিঠুকে প্রার্থী করান। গতকাল রাতে ভোটের ফলাফল ঘোষণার পর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেরে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে সিএনজি কামালের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী বাড়িতে হামলা চালায়। এ সময় আমার বাড়ির গেটে থাকা ৩টি দোকান, একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।
হামলাকারীরা আমার বসতঘর লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলি করে। এ সময় হামলাকারীদের বাঁধা দিতে আসলে আমার ৭ জন সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার বিষয়ে জানতে চাইলে পরাজিত প্রার্থী রিয়াজুর রহমান মিঠু বলেন, আমি অসুস্থ। নির্বাচনে ভোটগ্রহণের পর থেকে আমি নিজ বাসায় আছি। কারও বাড়িতে হামলা বা ভাঙচুরের বিষয় আমার জানা নেই।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে সিএনজি কামাল বলেন, ফলাফল ঘোষণার পর কাউন্সিলর ফখরুলের লোকজন রিয়াজুর রহমান মিঠুর কর্মীদের ওপর হামলা চালায়। এসব ঘটনা নিয়ে তাঁদের উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি বা আমার কোনো লোকজন জড়িত না।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে ৬টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে আজ সোমবার দুপুর পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনে বিজয়ী কাউন্সিলর ফখরুদ্দীন মাহমুদ ফখরুলের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ওই ওয়ার্ডের সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিজয়ী প্রার্থীর ৭ জন সমর্থক আহত হন।
আহতরা হলেন-কাউন্সিলর ফখরুলের সমর্থক রিয়াজ উদ্দিন, সাব্বির হোসেন, হৃদয়, রাহিম, ইসমাইল হোসেন, মো. মিলন ও শান্ত। তাঁদের মধ্যে ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিজয়ী পাঞ্জাবি প্রতীকের প্রার্থী ফখরুদ্দীন মাহমুদ ফখরুল অভিযোগ করে বলেন, গতকাল রোববার ভোটগ্রহণের পর তৃতীয় বারের মতো আমি কাউন্সিলর নির্বাচিত হই। এলাকায় পূর্ব বিরোধের জের ধরে কামাল উদ্দিন প্রকাশ সিএনজি কামাল নির্বাচনে আমার বিপক্ষে রিয়াজুর রহমান মিঠুকে প্রার্থী করান। গতকাল রাতে ভোটের ফলাফল ঘোষণার পর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেরে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে সিএনজি কামালের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী বাড়িতে হামলা চালায়। এ সময় আমার বাড়ির গেটে থাকা ৩টি দোকান, একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।
হামলাকারীরা আমার বসতঘর লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলি করে। এ সময় হামলাকারীদের বাঁধা দিতে আসলে আমার ৭ জন সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার বিষয়ে জানতে চাইলে পরাজিত প্রার্থী রিয়াজুর রহমান মিঠু বলেন, আমি অসুস্থ। নির্বাচনে ভোটগ্রহণের পর থেকে আমি নিজ বাসায় আছি। কারও বাড়িতে হামলা বা ভাঙচুরের বিষয় আমার জানা নেই।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে সিএনজি কামাল বলেন, ফলাফল ঘোষণার পর কাউন্সিলর ফখরুলের লোকজন রিয়াজুর রহমান মিঠুর কর্মীদের ওপর হামলা চালায়। এসব ঘটনা নিয়ে তাঁদের উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি বা আমার কোনো লোকজন জড়িত না।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে ৬টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে আজ সোমবার দুপুর পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৮ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৮ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৮ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৯ ঘণ্টা আগে