লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে আটক করছে পুলিশ।
দুজন হলেন জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর এবং রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুল কাদের।
আজ বৃহস্পতিবার দুপুরে সাগরকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অন্যদিকে কাদেরকে পারিবারিক জিম্মায় দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার। তিনি আজকের পত্রিকাকে জানান, দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর হামলার সঙ্গে সাগরের জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। তবে মামলা না থাকায় তাঁকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। কাদের হামলার সঙ্গে জড়িত ছিলেন না। দুজনকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূর্বাচল থেকে আটক করা হয়েছিল।
উল্লেখ, ৩০ মার্চ রামগঞ্জের নারায়ণপুর এলাকায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক থাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু নারায়াণপুরের বাড়িতে ফিরলে ৩০ মার্চ সন্ধ্যায় সাগরের নেতৃত্বে কয়েকজন তাঁকে মারধরের চেষ্টা করেন। এ খবর পেয়ে উপদেষ্টা মাহফুজের বাবা আজিজুর রহমান এগিয়ে গেলে সাগরসহ কয়েকজন তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে তিনি হাতে আঘাত পান। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুই দিন পর তাঁকে দেখতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ ঘটনায় সমবেদনা জানান এবং দুঃখ প্রকাশ করেন।
লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে আটক করছে পুলিশ।
দুজন হলেন জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর এবং রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুল কাদের।
আজ বৃহস্পতিবার দুপুরে সাগরকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অন্যদিকে কাদেরকে পারিবারিক জিম্মায় দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার। তিনি আজকের পত্রিকাকে জানান, দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর হামলার সঙ্গে সাগরের জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। তবে মামলা না থাকায় তাঁকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। কাদের হামলার সঙ্গে জড়িত ছিলেন না। দুজনকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূর্বাচল থেকে আটক করা হয়েছিল।
উল্লেখ, ৩০ মার্চ রামগঞ্জের নারায়ণপুর এলাকায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক থাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু নারায়াণপুরের বাড়িতে ফিরলে ৩০ মার্চ সন্ধ্যায় সাগরের নেতৃত্বে কয়েকজন তাঁকে মারধরের চেষ্টা করেন। এ খবর পেয়ে উপদেষ্টা মাহফুজের বাবা আজিজুর রহমান এগিয়ে গেলে সাগরসহ কয়েকজন তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে তিনি হাতে আঘাত পান। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুই দিন পর তাঁকে দেখতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ ঘটনায় সমবেদনা জানান এবং দুঃখ প্রকাশ করেন।
রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজননকেন্দ্র চালু করা হয়েছে। সামাজিক বন বিভাগের রাজশাহীর পবা নার্সারির একটি পুকুরের এই প্রজননকেন্দ্র করা হয়েছে। আজ মঙ্গলবার সেখানে গাজীপুর সাফারি পার্ক থেকে এনে দুটি ঘড়িয়াল অবমুক্ত করা হয়েছে। এর একটি পুরুষ, অন্যটি স্ত্রী।
৪ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নালা খননের মাটি দখলে নিতে বড় ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পৌর এলাকার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরে সংস্কারের জন্য নির্ধারিত সড়কে কাজ না করে ভুলে ভালো সড়ক খুঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। প্রায় ১ কিলোমিটার পাকা সড়কের পাশের পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার ও তাঁর লোকজন বুঝতে পারেন, তাঁরা ভুল সড়কে কাজ করছেন। উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের বাবুল মার্কেট থেকে...
১০ মিনিট আগেসিলেটে ট্রাকচাপায় দুজন মারা গেছেন। গতকাল সোমবার রাতে সিলেটের মোগলাবাজার থানা এলাকার পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক শাহীন মিয়া (৫০) ও হেলপার কামাল মিয়া (৪৫)। পুলিশ জানায়, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় চাকা পাংচার হয়ে একটি ট্রাক বিকল অবস্থায় সড়কের একপাশে দাঁড় করানো ছিল।
১৫ মিনিট আগে