Ajker Patrika

উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলায় ছাত্রদল-যুবদল নেতা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
আটক ছাত্রদল নেতা সাগর হোসেন শুক্কুর। ছবি: আজকের পত্রিকা
আটক ছাত্রদল নেতা সাগর হোসেন শুক্কুর। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে আটক করছে পুলিশ।

দুজন হলেন জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর এবং রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুল কাদের।

আজ বৃহস্পতিবার দুপুরে সাগরকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অন্যদিকে কাদেরকে পারিবারিক জিম্মায় দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার। তিনি আজকের পত্রিকাকে জানান, দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর হামলার সঙ্গে সাগরের জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। তবে মামলা না থাকায় তাঁকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। কাদের হামলার সঙ্গে জড়িত ছিলেন না। দুজনকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূর্বাচল থেকে আটক করা হয়েছিল।

উল্লেখ, ৩০ মার্চ রামগঞ্জের নারায়ণপুর এলাকায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক থাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু নারায়াণপুরের বাড়িতে ফিরলে ৩০ মার্চ সন্ধ্যায় সাগরের নেতৃত্বে কয়েকজন তাঁকে মারধরের চেষ্টা করেন। এ খবর পেয়ে উপদেষ্টা মাহফুজের বাবা আজিজুর রহমান এগিয়ে গেলে সাগরসহ কয়েকজন তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে তিনি হাতে আঘাত পান। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুই দিন পর তাঁকে দেখতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ ঘটনায় সমবেদনা জানান এবং দুঃখ প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

বরিশালে ঘরের ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, খাটের ওপর নিথর দেহ স্ত্রীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত