নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়িতে কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি বিদ্যালয় ভবনের কাজ চার বছরেও শেষ হয়নি। নির্মাণকাজ থমকে আছে দ্বিতীয় তলার ছাদ না দিতেই। ফলে শতবর্ষী পুরোনো ভবনের জরাজীর্ণ অবকাঠামোয় ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। এতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা, উৎকণ্ঠায় থাকছেন অভিভাবকেরা।
উপজেলার পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে রোববার (১৩ জুলাই) দেখা যায়, পুরোনো ভবনের পিলার ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। কোথাও কোথাও রডও বেরিয়ে আছে। শ্রেণিকক্ষে ফাটল ধরেছে। শিক্ষকেরা বলছেন, বৃষ্টির সময় ক্লাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিবি মরিয়ম বলে, ‘আমাদের ক্লাস করতে ভয় লাগে, তা-ও করি। বৃষ্টির সময় তো আসতেই পারি না।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা আক্তার শিল্পী বলেন, ‘ঠিকাদার শুরু থেকেই বিরতি দিয়ে কাজ করেছে। বারবার অনুরোধ করলেও কাজ শেষ করছে না। আমরা ইউএনও, উপজেলা প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকেও জানিয়েছি।’
২০২০-২১ অর্থবছরে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণের কাজ পায় মেসার্স মনির আহমদ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ মাঝপথে রেখেই গা-ঢাকা দিয়েছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন বলেন, ‘বিষয়টি একাধিকবার উপজেলা সমন্বয় সভায় তুলেছি। কিন্তু ঠিকাদার সময় নিয়েও কাজ শেষ করছে না।’
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আসাদুজ্জামান টিটু বলেন, ‘এটা পুরোনো প্রকল্প। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করব।’
এলজিইডির উপসহকারী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, ‘ঠিকাদারকে বারবার তাগাদা দিয়েও কাজ শেষ করানো যাচ্ছে না। আমরা তার কাজ বাতিলের সুপারিশ করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি আগে জানা ছিল না। প্রকৌশলীর সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের ফটিকছড়িতে কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি বিদ্যালয় ভবনের কাজ চার বছরেও শেষ হয়নি। নির্মাণকাজ থমকে আছে দ্বিতীয় তলার ছাদ না দিতেই। ফলে শতবর্ষী পুরোনো ভবনের জরাজীর্ণ অবকাঠামোয় ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। এতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা, উৎকণ্ঠায় থাকছেন অভিভাবকেরা।
উপজেলার পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে রোববার (১৩ জুলাই) দেখা যায়, পুরোনো ভবনের পিলার ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। কোথাও কোথাও রডও বেরিয়ে আছে। শ্রেণিকক্ষে ফাটল ধরেছে। শিক্ষকেরা বলছেন, বৃষ্টির সময় ক্লাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিবি মরিয়ম বলে, ‘আমাদের ক্লাস করতে ভয় লাগে, তা-ও করি। বৃষ্টির সময় তো আসতেই পারি না।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা আক্তার শিল্পী বলেন, ‘ঠিকাদার শুরু থেকেই বিরতি দিয়ে কাজ করেছে। বারবার অনুরোধ করলেও কাজ শেষ করছে না। আমরা ইউএনও, উপজেলা প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকেও জানিয়েছি।’
২০২০-২১ অর্থবছরে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণের কাজ পায় মেসার্স মনির আহমদ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ মাঝপথে রেখেই গা-ঢাকা দিয়েছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন বলেন, ‘বিষয়টি একাধিকবার উপজেলা সমন্বয় সভায় তুলেছি। কিন্তু ঠিকাদার সময় নিয়েও কাজ শেষ করছে না।’
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আসাদুজ্জামান টিটু বলেন, ‘এটা পুরোনো প্রকল্প। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করব।’
এলজিইডির উপসহকারী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, ‘ঠিকাদারকে বারবার তাগাদা দিয়েও কাজ শেষ করানো যাচ্ছে না। আমরা তার কাজ বাতিলের সুপারিশ করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি আগে জানা ছিল না। প্রকৌশলীর সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৩০ মিনিট আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৩৩ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩৭ মিনিট আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
১ ঘণ্টা আগে