Ajker Patrika

কোটি টাকার বিদ্যালয় ভবন: ৪ বছরেও হয়নি দ্বিতীয় তলার ছাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফটিকছড়ির পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণকাজ মাঝপথে রেখেই গা-ঢাকা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ছবি: আজকের পত্রিকা
ফটিকছড়ির পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণকাজ মাঝপথে রেখেই গা-ঢাকা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়িতে কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি বিদ্যালয় ভবনের কাজ চার বছরেও শেষ হয়নি। নির্মাণকাজ থমকে আছে দ্বিতীয় তলার ছাদ না দিতেই। ফলে শতবর্ষী পুরোনো ভবনের জরাজীর্ণ অবকাঠামোয় ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। এতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা, উৎকণ্ঠায় থাকছেন অভিভাবকেরা।

উপজেলার পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে রোববার (১৩ জুলাই) দেখা যায়, পুরোনো ভবনের পিলার ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। কোথাও কোথাও রডও বেরিয়ে আছে। শ্রেণিকক্ষে ফাটল ধরেছে। শিক্ষকেরা বলছেন, বৃষ্টির সময় ক্লাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিবি মরিয়ম বলে, ‘আমাদের ক্লাস করতে ভয় লাগে, তা-ও করি। বৃষ্টির সময় তো আসতেই পারি না।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা আক্তার শিল্পী বলেন, ‘ঠিকাদার শুরু থেকেই বিরতি দিয়ে কাজ করেছে। বারবার অনুরোধ করলেও কাজ শেষ করছে না। আমরা ইউএনও, উপজেলা প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকেও জানিয়েছি।’

২০২০-২১ অর্থবছরে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণের কাজ পায় মেসার্স মনির আহমদ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ মাঝপথে রেখেই গা-ঢাকা দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন বলেন, ‘বিষয়টি একাধিকবার উপজেলা সমন্বয় সভায় তুলেছি। কিন্তু ঠিকাদার সময় নিয়েও কাজ শেষ করছে না।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আসাদুজ্জামান টিটু বলেন, ‘এটা পুরোনো প্রকল্প। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করব।’

এলজিইডির উপসহকারী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, ‘ঠিকাদারকে বারবার তাগাদা দিয়েও কাজ শেষ করানো যাচ্ছে না। আমরা তার কাজ বাতিলের সুপারিশ করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি আগে জানা ছিল না। প্রকৌশলীর সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

১০০ গজ দূরেই ক্যাম্প, তবু সোহাগকে বাঁচাতে কেন এল না কেউ—যা বললেন আনসারপ্রধান

উচ্চকক্ষ ‘সিনেটে’ ৭৬ আসনের প্রস্তাব, সদস্য নির্বাচন জনগণের ভোটে

ভোলায় চাঁদার দাবিতে বৃদ্ধকে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত