খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় লাবনী আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া দোলাপাড়া গ্রামে নিজের বাড়ির শয়নকক্ষে তাঁর লাশ পাওয়া যায়।
লাবনী ওই এলাকার ছাইদুল ইসলামের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পরিবারের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা হয়। সম্প্রতি লাবনী আক্তার ২০ দিন ধরে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পরে তাঁর খোঁজ মিললে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের মধ্যস্থতায় গতকাল রোববার (১৩ জুলাই) স্বামী ছাইদুল ইসলাম তাঁকে বাড়িতে নিয়ে আসেন। আজ সকালে স্বামী কর্মস্থলে (ফতেজংপুর ইপিজেড) চলে গেলে শাশুড়ি ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। লাবনীর বাবার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে। পিতার নাম মো. মোস্তাকিম।
২০ দিন নিখোঁজের বিষয়ে মীমাংসার সময় নিহত গৃহবধূর ভাষ্য ছিল, তিনি তাঁর বোনের বাসায় ছিলেন। কিন্তু তাঁর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি পরকীয়া প্রেমিকের সঙ্গে ছিলেন। অনেক খোঁজার পরেও আত্মীয়স্বজনের বাসায় তাঁর খোঁজ মেলেনি।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পারিবারিক কলহ ছিল বলে জানা গেলেও পরকীয়ার বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’
দিনাজপুরের খানসামায় লাবনী আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া দোলাপাড়া গ্রামে নিজের বাড়ির শয়নকক্ষে তাঁর লাশ পাওয়া যায়।
লাবনী ওই এলাকার ছাইদুল ইসলামের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পরিবারের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা হয়। সম্প্রতি লাবনী আক্তার ২০ দিন ধরে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পরে তাঁর খোঁজ মিললে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের মধ্যস্থতায় গতকাল রোববার (১৩ জুলাই) স্বামী ছাইদুল ইসলাম তাঁকে বাড়িতে নিয়ে আসেন। আজ সকালে স্বামী কর্মস্থলে (ফতেজংপুর ইপিজেড) চলে গেলে শাশুড়ি ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। লাবনীর বাবার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে। পিতার নাম মো. মোস্তাকিম।
২০ দিন নিখোঁজের বিষয়ে মীমাংসার সময় নিহত গৃহবধূর ভাষ্য ছিল, তিনি তাঁর বোনের বাসায় ছিলেন। কিন্তু তাঁর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি পরকীয়া প্রেমিকের সঙ্গে ছিলেন। অনেক খোঁজার পরেও আত্মীয়স্বজনের বাসায় তাঁর খোঁজ মেলেনি।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পারিবারিক কলহ ছিল বলে জানা গেলেও পরকীয়ার বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’
কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে টিপু মিয়া (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলি বারাইয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেখুলনায় রেলক্রসিংয়ে আটকে পড়া ট্রাকের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সংঘর্ষের পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের
১০ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সঞ্জু বড়াইক (২৩) ‘আত্মহত্যা’ করেছেন। আজ সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২০ মিনিট আগেবঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করার অভিযোগে দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গতকাল রোববার রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগর থেকে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের ট্রলার দুটি জব্দ করা হয়। ট্রলার দুটিতে শিকার করা কয়েক শ কেজি সামুদ্রিক মাছ
৩১ মিনিট আগে