Ajker Patrika

বাংলাদেশের জলসীমায় মাছ শিকার, ৩৪ ভারতীয় জেলে আটক

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি 
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করা ভারতীয় জেলেদের দুটি ট্রলার। ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করা ভারতীয় জেলেদের দুটি ট্রলার। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করার অভিযোগে দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গতকাল রোববার রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগর থেকে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের ট্রলার দুটি জব্দ করা হয়। ট্রলার দুটিতে শিকার করা কয়েক শ কেজি সামুদ্রিক মাছ রয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাঁদের মোংলায় আনা হচ্ছে বলে জানা গেছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘নৌবাহিনী ভারতীয় ৩৪ জেলেকে আটক করেছে। তাদের এখনও থানায় হস্তান্তর করেনি। তারা আমাদের কাছে দিলে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।’

মোংলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি লক্ষ করা যায়। এ সময় নৌবাহিনী ওই ট্রলারের দিকে এগোতে থাকলে মাছ ধরার ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত