ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে বিএনপি কর্মী মো. সুফিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অঅজ সোমবার (১৪ জুলাই) সকালে থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার আজকের পত্রিকায় ‘ভোলায় চাঁদার দাবিতে বৃদ্ধকে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর গতকাল রাতেই থানায় মামলা হয়।
পুলিশ জানায়, আজ সকালে বোরহানউদ্দিন থানা এলাকায় অবস্থান করছিলেন মো. সুফিয়ান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, হত্যার উদ্দেশ্যে জখমের মামলায় সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় লোকজন ও বিএনপি দলীয় সূত্র বলছে, সুফিয়ান বিএনপির একজন সক্রিয় কর্মী। সুফিয়ান বিএনপির পরিচয়ে এলাকায় ব্যবসায়ীসহ বিভিন্নজনের কাছ থেকে চাঁদাবাজি করতেন।
মামলার বাদী মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, বোরহানউদ্দিন পৌর ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী সুফিয়ান ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তাঁর বাবা আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজীর কাছে। দাবি কার ওই টাকা দিতে রাজি না হওয়ায় তাঁর বাবাকে কুপিয়ে জখম করেন সুফিয়ান। গুরুতর জখম অবস্থায় আহত তাঁর বাবাকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা আজ জানান, অভিযুক্ত সুফিয়ানের বিরুদ্ধে গতকাল রাতে থানায় হত্যার উদ্দেশ্যে জখমের ঘটনায় মামলা করা হয়েছে। তাঁকে আজ সকালে থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতে পাঠানো হয়।
বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্যসচিব জসিমউদদীন খাঁন বলেন, সুফিয়ান বিএনপির একজন সমর্থক। তাঁর কোনো পদ-পদবি নেই।
ভোলার বোরহানউদ্দিনে বিএনপি কর্মী মো. সুফিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অঅজ সোমবার (১৪ জুলাই) সকালে থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার আজকের পত্রিকায় ‘ভোলায় চাঁদার দাবিতে বৃদ্ধকে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর গতকাল রাতেই থানায় মামলা হয়।
পুলিশ জানায়, আজ সকালে বোরহানউদ্দিন থানা এলাকায় অবস্থান করছিলেন মো. সুফিয়ান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, হত্যার উদ্দেশ্যে জখমের মামলায় সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় লোকজন ও বিএনপি দলীয় সূত্র বলছে, সুফিয়ান বিএনপির একজন সক্রিয় কর্মী। সুফিয়ান বিএনপির পরিচয়ে এলাকায় ব্যবসায়ীসহ বিভিন্নজনের কাছ থেকে চাঁদাবাজি করতেন।
মামলার বাদী মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, বোরহানউদ্দিন পৌর ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী সুফিয়ান ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তাঁর বাবা আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজীর কাছে। দাবি কার ওই টাকা দিতে রাজি না হওয়ায় তাঁর বাবাকে কুপিয়ে জখম করেন সুফিয়ান। গুরুতর জখম অবস্থায় আহত তাঁর বাবাকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা আজ জানান, অভিযুক্ত সুফিয়ানের বিরুদ্ধে গতকাল রাতে থানায় হত্যার উদ্দেশ্যে জখমের ঘটনায় মামলা করা হয়েছে। তাঁকে আজ সকালে থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতে পাঠানো হয়।
বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্যসচিব জসিমউদদীন খাঁন বলেন, সুফিয়ান বিএনপির একজন সমর্থক। তাঁর কোনো পদ-পদবি নেই।
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের এক দিন পর মো. হুমায়ুন (৩৫) নামের এক সিএনজি অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে পৌর শহরের আমবাগান এলাকার ভোগাই নদীতে লাশটি ভাসছিল। এর আগে দুপুরে নদীতে হুমায়ুনের চালানো সিএনজি অটোরিকশাটি পাওয়া যায়।
১১ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাম পরিবর্তন করে ‘চট্টগ্রাম শিক্ষক বিশ্ববিদ্যালয়’ রাখার কথা জানিয়েছেন চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ। শতভাগ আবাসন, চাকসু নির্বাচন, ফ্যাসিবাদের দোসরদের বিচারসহ সাত দফা দাবিতে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে
১৬ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দেশজুড়ে পথসভা করছেন। বরগুনার আমতলীর বাধঘাট চৌরাস্তাতে এনসিপি নেতাদের জন্য ট্রাকে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। আজ সোমবার দুপুর ১২টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমতলী উপজেলা প্রতিনিধি ও শত শত কর্মী-সমর্থক সভাস্থলে জড়ো হন। তাঁরা আশা করেছিলেন,
২৫ মিনিট আগেদুর্নীতি অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির এবং শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী খোদেজা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক
৩৪ মিনিট আগে