Ajker Patrika

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীরসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২৩: ৪৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির এবং শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের (ডেডো) অতিরিক্ত মহাপরিচালক তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী খোদেজা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথকভাবে এই নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

দুদকের উপপরিচালক আজিজুল হক অভিযুক্ত আলমগীর কবির এবং উপসহকারী পরিচালক আনিসুর রহমান স্ত্রীসহ তাজুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আলমগীর কবিরের আবেদনে বলা হয়েছে, আলমগীর কবির ও তাঁর ছেলে রায়হান কবির ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ দুদকের অনুসন্ধানাধীন রয়েছে। অন্যদিকে তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী খোদেজা খাতুনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

এসব অভিযোগ অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই অবস্থায় তাঁরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত