Ajker Patrika

বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও ৫ সদস্য 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৪, ২১: ৩১
Thumbnail image

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও পাঁচ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারের টেকনাফের খুরেরমুখ সীমান্ত দিয়ে তাঁরা প্রবেশ করেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। 

স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে আদনান চৌধুরী বলেন, বেলা ১১টার দিকে নাফ নদীর সাবরাং ইউনিয়নের খুরেরমুখ পয়েন্ট দিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকাযোগে বিজিপির ৫ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে আসেন। এ সময় তাঁদের হাতে ভারী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ছিল। তাঁরা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পোশাকও পরে ছিলেন। 

বিজিপির এ পাঁচ সদস্যের নৌকাটি নাফ নদীর কিনারায় পৌঁছালে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা ঘিরে ফেলেন। এ সময় তাঁরা অস্ত্র জমা দিয়ে বিজিবির কাছে আত্মসমর্পণ করে আশ্রয় প্রার্থনা করেন। 

ইউএনও বলেন, ‘বিজিপির সদস্যদের নিরস্ত্রীকরণের পর বিজিবির হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে বিজিবির সদস্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।’ 

বিকেল ৫টার দিকে বিজিপির এই সদস্যদের গাড়িযোগে ২০ কিলোমিটার দূরের হ্নীলা উচ্চবিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। 

গত রোববার টেকনাফে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে তিনটি কাঠের ট্রলারযোগে বিজিপির ৮৮ জন সদস্য পালিয়ে এসেছিলেন। তাঁদেরও হ্নীলা উচ্চবিদ্যালয়ে রাখা হয়েছে। এ ছাড়া কয়েক দফায় পালিয়ে আসা সেনা, বিজিপি ও ইমিগ্রেশন শাখার ৬১৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। 

গত ২৫ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এ ছাড়া গত ১৫ ফেব্রুয়ারি উখিয়ার ইনানী জেটিঘাট দিয়ে ৩৩০ জন বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে একইভাবে ফেরত পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত