Ajker Patrika

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ১৩ 

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ১৩ 

কক্সবাজারের সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে খুরুশকুল ইউনিয়নের খুলিয়াপাড়ায় একটি চিংড়ি ঘের থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার বিকেলে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। 

গ্রেপ্তাররা হলেন শের আলী (৫২), মো. নেজাম (৩২), শামসুল আলম (৪২), চলা রাখাইন (২১), মো. খালেদ মাহফুজুর রহমান ওয়াহিদ (২৬), মোহাম্মদ আজাদী হাসনাত শাওন (৩২), মোহাম্মদ সোহেল (২১), মো. শাহজাহান (২১), ওয়াহিদ (২১), রহিম উল্লাহ (২৯), মো. রুবেল (২১), জুয়েল দে (২১) ও আশিক উল্লাহ (২০)। তাঁদের বাড়ি কক্সবাজার সদর ও জেলার বিভিন্ন এলাকায়। এ সময় দা, কিরিচ, ছুরিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

মো. আবু সালাম চৌধুরী জানান, গতকাল রাতে খুরুশকুল ইউনিয়নের খুলিয়াপাড়া এলাকার ফয়জুল্লাহ মেম্বারের ঘেরে এক দল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে র‍্যাবের একটি দল ওই ঘেরে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে। 
 
আবু সালাম চৌধুরী জানান, কক্সবাজারে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের প্রবণতা বাড়ার প্রেক্ষাপটে পর্যটক ও স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে। 
গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদকসহ একাধিক অভিযোগে কক্সবাজারের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত