Ajker Patrika

ঈশা খাঁ ঘাঁটির মসজিদে বোমা হামলা: ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১২: ৪১
ঈশা খাঁ ঘাঁটির মসজিদে বোমা হামলা: ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির মসজিদে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম রায় ঘোষণা করেন। একই আদেশে আদালত তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ারও আদেশ দিয়েছেন। 

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় সন্ত্রাসবিরোধী বিশেষ আইনের ৬ (২) ধারায় পাঁচজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একই রায়ে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় একজন ছাড়া বাকি আসামিরা আদালতে হাজির ছিলেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন, বলকিপার আবদুল মান্নান ও রমজান আলী, বাবুল রহমান ওরফে রনি এবং আবদুল মান্নানের বড় ভাই আবদুল গাফফার। আসামিদের মধ্যে সাখাওয়াত পলাতক রয়েছেন। তিনি ছাড়া অন্যরা রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন।

 ২০১৫ সালের ১৮ ডিসেম্বর জুমার নামাজের পরে ১০ মিনিটের ব্যবধানে চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির ভেতরের দুটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে সামরিক-বেসামরিক মিলিয়ে মোট ২৪ জন আহত হন। 

আদালত সূত্রে জানা যায়, বিস্ফোরণের ৯ মাস পর ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে নগরীর ইপিজেড থানায় মামলা করেন। এই মামলায় ২০১৭ সালের ১৫ অক্টোবর পাঁচ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন ইপিজেড থানার পরিদর্শক মুহাম্মদ ওসমান গণি। অভিযোগপত্রে মোট ২৪ জনকে সাক্ষী করা হয়। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত