উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়া এক রোহিঙ্গা কিশোর পানিতে ডুবে মারা গেছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ডুবে ওই কিশোরের মৃত্যু হয়। নিহত রোহিঙ্গা কিশোরের নাম সাইফুল ইসলাম (১৬)।
জানা গেছে, নিহত ওই রোহিঙ্গা কিশোর উখিয়ার কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সমুদ্রে গোসল করতে নেমে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
বিচের কর্মীদের ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘বুধবার বিকেলে একসঙ্গে ছয় রোহিঙ্গা কিশোর সমুদ্রে গোসল করতে নামে। সেখান থেকে দুজন পানিতে ভেসে যায়। প্রথমে রায়হান নামে এক কিশোরকে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর সাইফুল নামে আরেক কিশোরকে উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।’
উল্লেখ্য, বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক রোহিঙ্গাকে আটক করে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ। পরে তাঁদের উখিয়ার ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়া এক রোহিঙ্গা কিশোর পানিতে ডুবে মারা গেছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ডুবে ওই কিশোরের মৃত্যু হয়। নিহত রোহিঙ্গা কিশোরের নাম সাইফুল ইসলাম (১৬)।
জানা গেছে, নিহত ওই রোহিঙ্গা কিশোর উখিয়ার কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সমুদ্রে গোসল করতে নেমে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
বিচের কর্মীদের ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘বুধবার বিকেলে একসঙ্গে ছয় রোহিঙ্গা কিশোর সমুদ্রে গোসল করতে নামে। সেখান থেকে দুজন পানিতে ভেসে যায়। প্রথমে রায়হান নামে এক কিশোরকে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর সাইফুল নামে আরেক কিশোরকে উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।’
উল্লেখ্য, বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক রোহিঙ্গাকে আটক করে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ। পরে তাঁদের উখিয়ার ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
লালমনিরহাটে অপহরণের এক দিন পর সেপটিক ট্যাংকের নিচের মাটি খুঁড়ে শাকিল নামে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা শিশুকে হত্যার পর ওই এলাকার অন্য একটি বাড়ির সেপটিক ট্যাংকের নিচে পুঁতে রাখেন।
২০ মিনিট আগেবাংলাদেশের নাগরিকদের মধ্যে ভারতের তুলনায় চীন সম্পর্কে ইতিবাচক মনোভাব বেশি। আজ মঙ্গলবার ঢাকায় প্রকাশিত এক জরিপে এমন তথ্য উপস্থাপন করা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অলটারনেটিভ আয়োজিত এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
২৫ মিনিট আগে’৭১-এর পরে পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে ফেলার গভীর নীলনকশা জিয়াউর রহমান নস্যাৎ করে দেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে
২৬ মিনিট আগেআমরা এমন দেশে বসবাস করি, যে দেশে দায়িত্ব (ক্ষমতা) পাওয়ার জন্য আমরা হানাহানি-খুনোখুনি করি, সে দেশের ১২টা তো বাজবেই। আমাদের আল্লাহকে ভয় করতে হবে। জনগণের শাসক না হয়ে সেবক হতে হবে এবং রমজানে সবাইকে সংযম অবলম্বন করতে হবে।
২৯ মিনিট আগে