Ajker Patrika

বিলাইছড়ির কেংড়াছড়ি বাজার আগুনে পুড়ে ছাই

রাঙামাটি প্রতিনিধি
বিলাইছড়ির কেংড়াছড়ি বাজার আগুনে পুড়ে ছাই

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৮০টি দোকান ও বসতঘর। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, আনসার আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। তবে অতি দাবদাহ ও কাছে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ছোট বড় প্রায় ৮০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

এদিকে কেংড়াছড়ি বাজারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে গেছেন বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ও বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন। 

বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, বিলাইছড়ি উপজেলার কেংরাছড়ি বাজারে ভায়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে। এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে ৮০ টির দোকানসহ বসতঘর আগুনে পুড়ে গেছে বলে স্থানীয় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত