Ajker Patrika

নোয়াখালীতে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার ৪

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৮: ৪৯
Thumbnail image

নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি পাইপগান ও ৫০টি ইয়াবা জব্দ করা হয়। আজ রোববার দুপুরে আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটক ব্যক্তিরা হলেন বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের আবুল কাশেম (২৪), মিয়াপুল এলাকার দেলোয়ার হোসেন রাজু (২৮), সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের চাঁন মিয়ার বাড়ির আবদুল মানিক বাচ্চু (৬৫) ও চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাশেদ (২২)। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ওই ইউনিয়নের ধন্যপুর গ্রাম থেকে কাশেম, বাচ্চু ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে জব্দ করা হয় ৫০টি ইয়াবা। এ ছাড়া ওই দিন দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার মিয়ারপুল এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পাইপগান উদ্ধার করা হয়। 

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আটক তিনজন। ছবি: আজকের পত্রিকাএ নিয়ে জানতে চাইলে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত